X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রী নিজেই অনুপ্রবেশকারীদের তালিকা করিয়েছেন’

গাজীপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৭:৪২আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৮:৫৯

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অনুপ্রবেশকারীদের তালিকা করিয়েছেন। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর সংখ্যা দেড় হাজার। তার কাছে এ তালিকা আছে। বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের কাছে তালিকাটি পাঠানো হয়েছে।’

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় ফ্লাইওভার ও ফোর লেন কাজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিতর্কিত ব্যক্তিরা যাতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢুকতে না পারে সেজন্য সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সারাদেশে নতুন করে সম্মেলন হচ্ছে। এতে নতুন নেতৃত্ব আসছে। অনুপ্রবেশকারীরা অন্য দল থেকে সরকারি দলে ঢুকে পড়েছে। যারা ভালো মানুষ, দলের জন্য কাজ করতে পারেন, তারা অন্য দল থেকে আসতে পারেন। যারা চিহ্নিত ভূমিদস্যু, তারা সরকারি দলে এসে খারাপ কাজে জড়িয়ে পড়ছেন। তাদের বিরুদ্ধেই এ অভিযান।’

সড়কে শৃঙ্খলা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনও মূল্য নেই। বহুল প্রতীক্ষিত সড়ক আইন কার্যকর হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক আইন পাস হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘উত্তরা থেকে গাজীপুর আসতে সাময়িক ভোগান্তি হলেও সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বিষয়টির প্রধানমন্ত্রী নিজে খোঁজ-খবর নিচ্ছেন। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের অর্থায়ন করছেন। তাই আমরা আটঘাট বেঁধে নেমেছি। এখন থেকেই সড়ক পরিবহন আইনের কার্যকারিতা শুরু হচ্ছে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক