X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সরকারি চাল জব্দ: ডিলার-শ্রমিকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ০৯:৫০আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১০:৫৩

সরকারী চালসহ আটক পাঁচ জন

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির সময় ৪০ বস্তা (৬০ মণ) চাল জব্দ করেছে শেরপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়াও সরকারি সিল দেওয়া ৮০টি খালি বস্তা ও একটি ট্রাকসহ ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত বারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার (১ নভেম্বর) ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসান বাদী হয়ে ডিলারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের টহল দল নন্নী বাজার এলাকায় যায়। এসময় তারা কালোবাজারে বিক্রির জন্য রাখা ট্রাকভর্তি চাল দেখে চ্যালেঞ্জ করে। পরে ওই ট্রাক থেকে ডিলার ফিরোজ চৌধুরীর মালিকানাধীন ৪০ বস্তা চাল পাওয়া যায়। কিন্তু বস্তাগুলোতে সরকারের সিল না থাকায় পুলিশ ডিলারের গুদামে অভিযান চালায়। পুলিশ গুদাম থেকে সরকারি সিল দেওয়া ৮০টি খালি বস্তা জব্দ করে। রাতেই চাল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮৬০৫), চালক ও শ্রমিকসহ ৫ জনকে আটক করে পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসান বাদী হয়ে পলাতক ডিলার ফিরোজ চৌধুরী, ট্রাক চালক মতিন মিয়া (৩৩), শ্রমিক জহুরুল মিয়া (৪২), জুয়েল মিয়া (৩৪), আনিস মিয়া (৩৪) ও মিস্টারের (৩৬) বিরুদ্ধে  মামলা দায়ের করেন।

শেরেপুর ডিবি পুলিশের ওসি মুখলেছুর রহমান জানান, এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। ৫ জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ফিরোজ চৌধুরিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া