X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আত্মহত্যাচেষ্টার ৫৩ দিন পর মারা গেলেন পুলিশ কনস্টেবলের স্ত্রী

নাটোর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ০৪:৪২আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০৭:৩৬

নাটোর নাটোর বড়াইগ্রাম উপজেলার জোয়ারী এলাকায় তাসলিমা (১৯) নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধারের ৫৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বামী পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের সঙ্গে দাম্পত্য কলহে তিনি আত্মহত্যাচেষ্টা করেছিলেন। তবে নিহতের পরিবারের দাবি, যৌতুকের কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) ওই গৃহবধূ মারা যান বলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস নিশ্চিত করেন।

নিহত তাসলিমা খাতুন ওই এলাকার আবুল কাশেমের মেয়ে। মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত। তিনি বড়াইগ্রাম ইউনিয়নের বাটরা গোপালপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।

নিহতের ভাই রবিউল ইসলাম জানান, প্রায় ১৫ মাস আগে তাসলিমার সঙ্গে মনিরুলের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন স্বামীর বাড়িতে থাকেন তাসলিমা। এরপর মনিরুলের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জে প্রায় নয় মাস ভাড়া থাকেন তারা। একপর্যায়ে মনিরুল কাউকে না জানানোর কথা বলে তাসলিমাকে তাদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে আসতে বলেন। ওই টাকা না দেওয়াতে প্রায়ই তাসলিমার ওপর নির্যাতন করা হতো। এরই মধ্যে তাসলিমা গর্ভবতী হয়ে পড়েন। গত ২২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের একটি ক্লিনিকে গর্ভ পরীক্ষার পরের দিন আড়াই মাসের সন্তান নষ্ট করেন মনিরুল। ২৪ আগস্ট তাসলিমাকে তাদের বাড়ি রেখে যান। এর পাঁচ-ছয় দিন পর তাকে ফোন করে মনিরুল জানান, তাসলিমাকে নিয়ে তিনি সংসার করবেন না। তিনি ডিভোর্স দিতে চাইলেও তারা এতে সায় না দিয়ে তাকে আসতে বলেন। মনিরুল এরপর ৮ সেপ্টেম্বর তাসলিমাকে চাঁপাইনবাবগঞ্জ যেতে বলেন। কিন্তু এর মধ্যে ভাড়াবাড়ি ছেড়ে মনিরুল ওই রাতে একটি হোটেলে থাকেন। পরের দিন ৯ সেপ্টেম্বর বিকালে তারা দুজনেই তাদের বাড়িতে আসেন। ১০ সেপ্টেম্বর সকালে বাইরে কাজ সেরে মোটরসাইকেলে বাড়ি আসতেই তিনি লক্ষ করেন, মনিরুল দ্রুত চলে যাচ্ছেন। জানতে চাইলে মনিরুল জানান, ছুটি নিয়ে আসেননি তাই চলে যেতে হবে। তিনি মনিরুলকে মোটরসাইকেলে বনপাড়া মেইন রাস্তা পর্যন্ত পৌঁছে দিতে চান। তখন মনিরুল বলেন, “আপনার বোন ঘরে কেমন যেন করছে।” দ্রুত ঘরে গিয়ে তিনি জানালা, দরজা বন্ধ পান। তিনি ধাক্কা দিয়ে গ্রিল না থাকা একটি জানালা খুলতেই বোনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করলে সবাই ছুটে আসে। ততক্ষণে মনিরুল পালিয়ে যায়। তারা তাসলিমাকে প্রথমে বনপাড়া আমিনা হাসপাতালে এবং পরে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সোয়া ১টার দিকে ডাসলিমার মৃত্যু হয়।

তাসলিমাকে ওই টাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং মনিরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দীলিপ কুমার দাস মনিরুলের বরাত দিয়ে বলেন, ‘মনিরুলের বিয়ের পর তাসলিমা স্বামীর সঙ্গে চাঁপাইনবানগঞ্জ থাকতে চান। কিন্তু  সেখানে তাকে নিয়ে থাকা সম্ভব নয় জানানোয় স্বামী- স্ত্রীর মনোমালিন্য হয়। এরই জেরে তাসলিমা বাবার বাড়িতেই গলায় ফাঁস দেন।’ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মনিরুল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের (এসপি) অফিসে রয়েছেন দাবি করে জানান, তার মনটা ভালো নেই। পরে কথা বলবেন। তিনি যৌতুকের দাবি ও পরিকল্পিত হত্যার অভিযোগ অস্বীকার করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা