X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি দেওয়া হবে’

গাজীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৯, ১৯:১৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২০:১৫

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সরকার বাড়ি দেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। তিনি বলেন, ‘২০২০ সালে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একটি করে বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি বাড়ির মূল্য হবে ১৫ লাখ টাকা।’ শুক্রবার (৮ নভেম্বর) সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মন্ত্রী মতবিনিময় করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দেবে বলে এ সময় মন্ত্রী জানান। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে অসন্তোষ আছে। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পূর্তির বছরে এ ভাতা ১৫ হাজার টাকা করা হবে। এছাড়াও দেশের সব মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করা হবে। মুক্তিযোদ্ধাদের চলাচলে যানবাহনের ভাড়াসহ বিভিন্ন খরচ রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে। জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে। মুক্তিযোদ্ধারা কী কী সুযোগ-সুবিধা পাবেন তা পরিচয়পত্রে লেখা থাকবে।’

এ বছরের ১৬ ডিসেম্বর রাজাকারদের তালিকা ঘোষণা করা হবে বলেও মন্ত্রী জানান।

অনুষ্ঠানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কয়েকজন মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন অভিজ্ঞতা এবং বর্তমান সমস্যার বিষয় তুলে ধরেন।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জানান, মহানগরীতে মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ, তাদের নামে গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ এবং তাদের সন্তানদের চাকরির ব্যবস্থা করা হবে। মহানগরীর উল্লেখযোগ্য স্থানে তাদের জন্য কবরস্থান নির্মাণ করা হবে।

শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল ইসলাম হিরু জানান, তারা ভাতা বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন আমলারা। মুক্তিযোদ্ধাদের সংগঠনের কার্যক্রম নিজেরাই পরিচালনার জন্য নির্বাচন দাবি করেন তিনি।

নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল আমিন বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি আমাদের আদর্শের পিতা। প্রধানমন্ত্রী আদর্শের বোন।’ তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি এবং চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পুনর্বহালের দাবি জানান।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ-বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালেব, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া