X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অনিয়ম, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেননের

খুলনা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ১৭:২১আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৮:০১

বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন (ছবি– প্রতিনিধি)

সমাজ বদলের জন্য অনিয়ম, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় খুলনার একটি হোটেল মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাশেদ খান মেনন বলেন, ‘একদিকে জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা, অন্যদিকে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াই করে এগুতে হচ্ছে। কমরেড অমল সেন ছিলেন আমাদের পথের দিশারী। তার সারাজীবনের স্বপ্ন—জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই সংগ্রাম থেকে ওয়ার্কার্স পার্টি এক চুল পরিমাণ বিচ্যুত হবে না।’

খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাগেরহাট জেলা সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা বলেন, ‘১১ দফা কর্মসূচির ভিত্তিতে ওয়ার্কার্স পার্টি সারাদেশে সংগ্রাম গড়ে তুলবে। আমরা জোট করি আর ঐক্য করি, নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে।’

এদিকে, আমাদের যশোর প্রতিনিধি জানিয়েছেন, শনিবার সকাল ১০টায় যশোরের বাঘারপাড়ার উপজেলার বাকড়িতে প্রয়াত অমল সেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এসময় রাশেদ খান মেনন বলেন, ‘দশম কংগ্রেস নিয়ে পার্টির মধ্যে কোনও বিভাজন হয়নি। কিছু লোক বর্জন করলেও কংগ্রেস শতভাগ সফল হয়েছে। পার্টিকে সুসংগঠিত ও কংগ্রেসে নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নে খুলনার সাংগঠনিক সভার মধ্যদিয়ে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। ধারাবাহিকভাবে তা চলবে।’

এসময় আরও ছিলেন ওয়ার্কার্স পার্টির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, মুস্তাফা লুৎফুল্লাহ (এমপি), অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী, দিপংকর সাহা দিপু, কেন্দ্রীয় বিকল্প সদস্য সবদুল হোসেনসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা