X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মহাবিপদ সংকেতেও সতর্ক নন মোংলাবাসী

মোংলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ১৮:৩৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৮:৪০

দিগন্ত সরকারি প্রকল্প বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে একজন এসেছেন মোংলায় থেমে থেমে বৃষ্টির মধ্যে কালো মেঘ চিরে রোদের আলো আসছে। দমকা বা হালকা বাতাসও নেই। তাই ১০ নম্বর মহাবিপদ সংকেতেও ভয় নেই এখানকার মানুষের। আশ্রয়কেন্দ্রে না গিয়ে আতঙ্কহীন মানুষরা ঘর থেকে বের হয়ে স্বাভাবিকভাবে কাজকর্ম করছেন। উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা এসব তথ্য জানান।

ঘূর্ণিঝড় বুলবুল এখন মোংলা সমুদ্র বন্দর থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানান, আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তিনি জানান,  বুলবুলের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। রাতে এটি আঘাত হানবে।

শনিবার সকালে মোংলা সমুদ্র বন্দরের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়। দুপুর ২টা পর্যন্ত ৮৪টির মধ্যে জয়মনি এলাকার দুটি আশ্রয়কেন্দ্রে স্বল্প সংখ্যক মানুষ উপস্থিত হলেও বাকিগুলো ছিল একদমই ফাঁকা। কবরস্থান রোডের দিগন্ত সরকারি প্রকল্প বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে একজন লোক উপস্থিত হন। এ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মৃনাল কান্তি মিস্ত্রি বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক থাকায় লোকজন আশ্রয়কেন্দ্রে আসেনি। একই অবস্থা আলীয়া মাদ্রাসা, চালনা বন্দর স্কুল, সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল, আরাজী মাকোরডোনসহ বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রের।’

মোংলার শেহালাবুনিয়ার বাসিন্দা আনোয়ার হোসেন টিটু বলেন, ‘মোংলার আকাশে তেমন মেঘ নেই, ভারী বৃষ্টিও নেই। মাঝে মাঝে রৌদ্রের আনাগোনা। হয়তো সে কারণেই মহাবিপদ সংকেতেও মধ্যেও মানুষের মধ্যে আতঙ্ক নেই।’

তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান বলেন, ‘সুন্দরবনের খুব কাছের জনপদ জয়মনির লোকজন সরকারি খাদ্য গুদাম ও জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রসহ কয়েকটি আশ্রয়কেন্দ্রে প্রায় ২৬’শ লোক জড়ো হয়েছেন। তাদের মধ্যে শুকনো খাবার বিতারণ করা হয়েছে।’ বিকালের পর থেকে আশ্রয়কেন্দ্রে লোকজনের উপস্থিতি বাড়বে বলে তিনি জানান।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে দুপুর ১টায় জরুরি সভা করে ঝড় পরবর্তী মোকাবেলায় কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানার সভাপতিত্বে এ সময় সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মহাম্মদ আলী, হাবরবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা