X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্রেন রক্ষাকারী সেই ক্ষুদে শিক্ষার্থীরা পুরস্কৃত

নওগাঁ প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ১৭:৩৪আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৭:৩৮

প্রশংসাপত্র হাতে পুরস্কৃতরা তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য প্রশংসাপত্র ও শুভেচ্ছা পুরস্কার পেলো নওগাঁর রাণীনগরে ট্রেন রক্ষাকারী শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তাদের পুরস্কৃত করা হয়।
পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলো উপজেলার পশ্চিম গবিন্দপুর গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাইম হোসেন (১৫), বড়বড়িয়া গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হিমেল হোসেন (১১), বিজয়কান্দি গ্রামের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তর হালদার (১১), একই গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বিপ্লব হালদার (১৪), পশ্চিম গোবিন্দপুর গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম প্রান্ত (১৩) একই গ্রামের রাণীনগর শেরে বাংলা কলেজের শিক্ষার্থী বাধন হোসেন (২১), রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী আরিফ হোসেন (২১), নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী ইয়া রাকিব হোসেন (২১) ও কৃষক লোকমান হোসেন (৫১)।
এ সময় জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, তাদের সাহসিকতার পুরস্কার দেওয়া সম্ভব নয়। ভালো কাজে উৎসাহিত করতেই মূলত তাদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। ভালো কাজের জন্য দেওয়া প্রশংসাপত্র আগামীতে তাদের আরও ভালো কাজের প্রতি উৎসাহ ও সাহস যোগাবে। তাদের দেখাদেখি সমাজের অন্য মানুষরাও ভালো কাজে উৎসাহিত হবেন বলে আমি আশাবাদী।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়ায় রেল লাইনের একটি অংশ ভাঙা দেখতে পায় ওই এলাকার কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী। তার কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় ছিল। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে তারা নিজেদের পরিহিত শার্ট, গামছা, গেঞ্জিসহ যার কাছে যা ছিল তা বাঁশের কঞ্চিতে বেঁধে সংকেত দেখিয়ে ট্রেনটি থামায়। তাদের এই তাৎক্ষণিক বুদ্ধির কারণে ট্রেনে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান।

 

 

 

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা