X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে চার শতাধিক ঘর বিধ্বস্ত, এখনও বিদ্যুৎ নেই কিছু এলাকায়

চাঁদপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ২০:০১আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২০:১১

চাঁদপুরে চার শতাধিক ঘর বিধ্বস্ত ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে চাঁদপুরে চার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সদর উপজেলার ইব্রাহিমপুর, রাজরাজেশ্বর, হাইমচরসহ বিভিন্ন স্থানে বসতঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে ফসলেরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে খুঁটি উপড়ে পড়ায় এবং লাইন ছিঁড়ে দুই দিন যাবত বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ঝড়ো বাতাসের কারণে সদর উপজেলা ও এর আওতাধীন বিভিন্ন চরাঞ্চলে গাছপালা ভেঙে পড়ে দুই শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘরের চাল ও বেড়া উড়ে যায়। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে। হাইমচরের সাহেদ হোসেন দিপু বলেন, ‘ঝড়ের কারণে রবিবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে বিদ্যুৎ চলে যায়। এরপর উপজেলা সদরের আলগীবাজারে বিদ্যুৎ আসে সোমবার ভোর সাড়ে ৪টায়। উপজেলা সদরে বিদ্যুৎ দেওয়া হলেও লাইনে সমস্যা থাকায় হাইমচর উপজেলার অন্যান্য এলাকায় বিদ্যুৎ আসেনি।’ চাঁদপুরে ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

হাইমচর ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার জানান, ‘আমার ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় দুই শতাধিক বসত ঘর বিধ্বস্ত হয়েছে। গুচ্ছ গ্রামের ২৫টি ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। ঘূর্ণিঝড়ের ফলে ফসলের অনেক ক্ষতি হয়েছে। তবে এর হিসাব এখনও আমরা পাইনি।’

নীলকমল ইউনিয়ন চেয়ারম্যন সালাউদ্দিন সরদার বলেন, ‘আমার এখানে ঘূর্ণিঝড়ে ৬০ থেকে ৭০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।’

গাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী জানান, ‘আমার এলাকায় মৎস্য আড়তসহ ৫০টি বসত ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।’

চরভৈরবীতে দুই-চারটি ঘর বিধ্বস্ত হওয়া ছাড়া তেমন কোনও ক্ষতি হয়নি বলে জানান এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ আলি মাস্টার। চাঁদপুরে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপড়ে পড়েছে অনেক গাছ

হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, ‘হাইমচরের নদীর ওপাড়ের গাজিপুর, নীলকমল ও হাইমচর ইউনিয়নে প্রায় তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নদীর এপাড়ের আলগী দক্ষিণ, আলগী উত্তর ও চরভৈরবী ইউনিয়নে গাছ পালা পড়ে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। সব মিলিয়ে হাইমচরে চার শতাধিক ঘর বাড়ির ক্ষতি হয়েছে। আমি জনপ্রতিনিধি হিসেবে গতকাল থেকেই আশ্রিত লোকদের শুকনো খাবার দিয়েছি। আশা করি দ্রুতই ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সহযোগিতা পাবেন।’

চাঁদপুরের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম জাকির হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলে জেলায় মোট ৪৮৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৮৮টি ঘর আংশিক এবং ৯৫টি পুরোপুরি ধসে গেছে। উপজেলা থেকে প্রাপ্ত প্রাথমিক তালিকা অনুযায়ী আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য ৬০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ চেয়েছি। টিন আসলে প্রতি বান্ডিলের জন্য ৩ হাজার টাকা করে দেওয়া হয়। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।’ তবে এখন পর্যন্ত  শুকনো খাবার ছাড়া ক্ষতিগ্রস্তদের আর কোনও সহযোগিতা করা হয়নি বলেও জানান তিনি।

চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল বলেন, ‘ঘূর্ণিঝড়ে বহু গাছপালা বিদ্যুৎ লাইনের ওপর পড়েছে। এসব গাছপালা কেটে অপসারণ করা হচ্ছে। লাইনগুলো সচল হলেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।’

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২এর জেনারেল ম্যানেজার আবু তাহের বলেন, ‘ঝড়ে আমাদের এখানে বিদ্যুতের লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ২০টি খুঁটি পড়ে গেছে। বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে অনেক এলাকায়। কারও কারও মিটার পড়ে গেছে। আমরা রাতদিন কাজ করে যাচ্ছি। রাতের মধ্যেই ৯০ ভাগ সমস্যা সমাধান করা হবে। আগামীকালের মধ্যে পুরোপুরি রিকভার করা সম্ভব হবে বলে আশা করছি।’

আরও পড়ুন- 

বুলবুলের তাণ্ডবে নিহত ১১ জন

বুলবুলে ১৬ জেলার ৩ লাখ হেক্টর জমির ফসলের ক্ষতি

বুলবুলের আঘাতে উপকূলীয় ১৪ জেলায় কাঁচা-পাকা ঘরবাড়ি ও স্কুল ক্ষতিগ্রস্ত

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’