X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঝুঁকিতে খাদ্য গুদামের পাঁচ ভবন

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ১৮:৪৪আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৮:৫০

ঝুঁকিতে খাদ্য গুদামের পাঁচ ভবন

গোপালগঞ্জ জেলার পাচুড়িয়া খাদ্য গুদামের সামনের অংশ হঠাৎ দেবে গেছে। একারণে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন। এমনকি ঝুঁকিতে রয়েছে পাচুড়িয়া খাদ্য গুদামের পাঁচটি ভবনই।

স্থানীয়দের দাবি, ওই স্থানের পাশেই পৌর সুপার মার্কেট নির্মাণের জন্য পাইলিং করায় নিচের স্তরের বালু সরে গেছে। তাই রাস্তা দেবে গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পাচুড়িয়া-মোহাম্মাদপাড়া সড়কের পাচুড়িয়া খাদ্য গুদামের সামনের অংশ কয়েকদিন আগে হঠাৎ করেই দেবে গেছে। খাদ্য গুদামের সামনের ১০ ফুট দূরের মাটি ও বাউন্ডারি ওয়াল রাস্তা থেকে দুই ফুট দেবে গেছে। গোডাউনে মাল পরিবহনের জন্য কোনও ট্রাক ঢুকতে পারছে না। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে খাদ্য গুদামের হাজার হাজার টন মালসহ ভবনগুলি হেলে পড়ে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আকবর আলী খান, লুৎফার রহমান, টুটুল শেখ, জিহাদ শেখসহ আরও অনেকে জানায়, ১৯৭৮ সালে গোডাউনের সামনের রাস্তা নির্মাণ করা হয় এবং রাস্তার পাশে খালপাড়ে মাটি দেওয়া হয়। কয়েকদিন আগে হঠাৎ করে এই রাস্তা দুই ফুট দেবে যায়। পাশেই পৌর সুপার মার্কেট নির্মাণের কাজ চলছে, সেখানে পাইলিং করার কারণেও রাস্তা দেবে গিয়ে থাকতে পারে। এলাকাবাসীর যাতায়াতে সমস্যা হচ্ছে। খাদ্য গুদামের ভবনগুলিও ঝুঁকিতে রয়েছে।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীনুল ইসলাম বরকত জানান, কয়েকদিন আগে হঠাৎ করে খাদ্য গুদামের সামনের এই রাস্তা বাউন্ডারি ওয়ালসহ প্রায় দুই ফুট দেবে যায়। গুদাম থেকে মালামাল পরিবহনের কোনও ট্রাক ভেতরে ঢুকতে পারছে না। আমাদের খাদ্য গুদামের ভবনগুলিও ঝুঁকিতে রয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত ওই সড়কটি মেরামত করা একান্ত প্রয়োজন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, ‘পাচুড়িয়া খাদ্য গুদামের সামনের রাস্তাটির পাচুড়িয়া খালপাড়ের বেশ কিছু অংশ দেবে গেছে। সদর উপজেলা নির্বাহী অফিসারকে দিয়ে বিষয়টি আমি খোঁজ নিয়েছি। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের সঙ্গে কথা বলেছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।’ পৌরসভার সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্যা সমাধান করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া