X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গঠনতন্ত্র না মানার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ২৩:৪৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২৩:৫০

নারায়ণগঞ্জ গঠনতন্ত্র না মেনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের অভিযোগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় বিএনপির দুই নেতা। আদালত মামলাটি আমলে নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালকে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ দ্বিতীয় সহকারী জজ আদালতের বিচারক শিউলি রানী সরকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার হোসেন খান ও একই ওয়ার্ডের সাবেক নিরক্ষরতা দূরীকরণ সম্পাদক নুরে আলম  বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলো- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ৩০ অক্টোবর  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে গঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন দেন। যা সম্পূর্ণ গঠনতন্ত্র লঙ্ঘন করে  দেওয়া হয়েছে। 

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি বেআইনিভাবে গঠনতন্ত্র লংঘন করে করা হয়েছে। মহানগর বিএনপির ১০টি ওয়ার্ডে নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা বিএনপির এলাকাধীন নেতাদের মহানগর কমিটিতে অন্তর্ভুক্ত করায় বাদী প্রতিকার চেয়ে আদালতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। বাদী কথিত মহানগর বিএনপির কার্যক্রম স্থগিত চেয়েছেন, আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর দাবি, মহানগর বিএনপির সহসভাপতি পর্যায়ের এক নেতার ইন্ধনে মিথ্যা মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী সরকারি দলের এজেন্ডা বাস্তবায়ন করে বিএনপিকে দুর্বল করার জন্য এই মামলা করেছেন। মামলার বাদীরা নিজেদেরকে ওয়ার্ড বিএনপির সভাপতি ও নিরক্ষরতা দূরীকরণ সম্পাদক দাবি করলেও তারা কখনও বিএনপির কোনও কমিটিতে ছিল না। মহানগর বিএনপির গঠনতন্ত্র মেনেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’