X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পশ্চিমাঞ্চল রেলপথ তদারকিতে অনভিজ্ঞরা

আমিনুল ইসলাম খান রানা, সিরাজগঞ্জ
১৫ নভেম্বর ২০১৯, ১৬:০১আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৮:২৫

দুর্ঘটনাকবলিত রংপুর আন্তঃনগর ট্রেনটির উদ্ধার অভিযান চলছে সিরাজগঞ্জ-ঈশ্বরদীসহ পশ্চিমাঞ্চলের রেলপথ তদারকিতে নবীন ও অনভিজ্ঞ অর্ধশত উপ-সহকারী প্রকৌশলী গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এদের অধিকাংশের নিয়োগ ২০১৫ সালের পরে হওয়ায় লাইন সংস্কারে তেমন কোনও অভিজ্ঞতা নেই। এই অঞ্চলের রেলপথে ত্রুটির পেছনে এটিকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘রংপুর আন্তঃনগর ট্রেন’ দুর্ঘটনার কবলে পড়ার পর প্রকৌশলীদের অনভিজ্ঞতার বিষয়টি অনুসন্ধানে উঠে এসেছে।

জানা গেছে, ঝুঁকিপূর্ণ রেলপথ মেরামত ও সংস্কারে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ। জনবল সংকটে অনভিজ্ঞ ও নবীন উপ-সহকারী প্রকৌশলীদের অনেকেই ঊর্ধ্বতন পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেকেই যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না।

অনুসন্ধানে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ-উল্লাপাড়া-ঈশ্বরদী রেলপথ তদারকিতে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন পলাশ আহম্মেদ। গত দেড় বছর আগে রেল বিভাগে নিয়োগ পান তিনি।  সাত মাস আগে সিরাজগঞ্জ জেলায় ঊর্ধ্বতন উপ-সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। 

পশ্চিমাঞ্চল রেল বিভাগ, রাজশাহীর প্রধান প্রকৌশলী এএসএম মাসুদুর রহমান বলেন, ‘পশ্চিমাঞ্চলের রেলপথ তদারকির কাজে যেসব উপ-সহকারী প্রকৌশলী নিয়োজিত রয়েছেন, তাদের অধিকাংশই নবীন। পুরনোদের অধিকাংশই চাকরি থেকে অবসর নেওয়ায় অনেকটা বাধ্য হয়েই নতুনদের দিয়ে কাজ চালানো হচ্ছে। এদের নিয়োগ সম্পন্ন হয়েছে ২০১৫ সালের পর। চাকরির বিধিমালা অনুযায়ী যথাযথভাবে নিয়োগ সম্পন্ন হলেও অধিকাংশের অভিজ্ঞতা ও দক্ষতার অভাব রয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি