X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, নারী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ০৯:০৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০৯:১৭

শিশুটি বাবার কোলে, ডানে গ্রেফতার রেশমা খাতুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার লতিফপুর মধ্যপাড়ার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় চুরির অভিযোগে রেশমা খাতুন (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শিশুটিকে চুরি করা হয়।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, বগুড়ার কাহালু উপজেলার বেলঘড়িয়া গ্রামের সৌরভ সাকিদারের স্ত্রী নাহিদা বেগম গত বুধবার দুপুর দেড়টার দিকে শজিমেক হাসপাতালে স্বাভাবিকভাবে ছেলে সন্তান প্রসব করেন। নার্সরা শিশুকে তার মায়ের নানিশাশুড়ি ওবেদা বেগমের কোলে তুলে দেন। এ সময় অপরিচিত এক নারী কাছে গিয়ে বলেন বাচ্চাটি অসুস্থ, তাকে শিশু ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দিতে হবে। ওই নারী ওবেদার কোল থেকে শিশুটিকে নেন এবং তার সঙ্গে যেতে বলেন। সিঁড়ি দিয়ে নিচতলায় নামার পর ভিড়ের মধ্যে শিশুটিকে নিয়ে পালিয়ে যান তিনি। সন্ধ্যার দিকে এ ঘটনা জানাজানি হলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর হয়। তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি শিশুটির চাচা আবদুস সামাদ সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন।

মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল জলিল মণ্ডল জানান, গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে লতিফপুর মধ্যপাড়ার ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার এবং চুরির অভিযোগে শাজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত সাত্তার মণ্ডলের মেয়ে রেশমা খাতুনকে গ্রেফতার করা হয়।

এদিকে, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা পরিবারের পছন্দে শিশুটির নাম রাখেন নাবিল সাকিদার। তিনি প্রসূতি ও নবজাতকের পোশাক এবং ভালো খাবারের জন্য ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা উপহার দেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, গ্রেফতার রেশমা খাতুন স্বীকার করেছেন চুরির পর প্রথমে তিনি শিশুটিকে শাজাহানপুরের রামচন্দ্রপুরের বাড়িতে নিয়ে যান। পুলিশ তৎপর জেনে তিনি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিশুটিকে লতিফপুর মধ্যপাড়ায় আত্মীয় ফারুক হোসেনের বাড়িতে নিয়ে যান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…