X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সম্মেলনের আগে নোয়াখালীতে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩০

নোয়াখালী প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৯, ১৫:৪৯আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৬:১১

নোয়াখালীতে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ নোয়াখালীতে আওয়ামী লীগের জেলা সম্মেলনকে কেন্দ্র করে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকদের মধ্যে আজ বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১৩০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। ১০৩ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।     

সংঘর্ষ চলাকালে রাস্তার দুই পাশে এবং সম্মেলন স্থলের আশেপাশে সাঁটানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ভাঙচুর করা হয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। নোয়াখালীতে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেলের সমর্থকরা মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে যান। মিছিল নিয়ে ফিরে আসার পথে টাউন হল মোড়ে অপর সাধারণ সম্পাদক প্রার্থী এবং সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা তাদের বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও পরে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কর্মী-সমর্থকরা মিছিল করে শহীদ ভুলু স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছালে ফের সংঘর্ষ হয়। উভয় ঘটনায় অন্তত ১৩০ জন আহত হন।

নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল অভিযোগ করেন, ‘বিনা উসকানিতে এমপি ও তার লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, ‘শান্তিপূর্ণ সম্মেলনকে বানচাল করার উদ্দেশ্যে তারা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’ নোয়াখালীতে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে।’

উল্লেখ্য, আজ বুধবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে জেলা সদরের শহীদ ভুলু স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজন করা হয়। জেলার ৯টি উপজেলা ও আটটি পৌর এলাকার দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, পানি সম্পদ উপমন্ত্রী এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী মির্জা আজম এমপি এবং জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা