X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৯, ১৮:২৭আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৮:৪০

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের পর দুপুর দুইটা থেকে যান চলাচল শুরু হয়েছে। এই তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, নতুন সড়ক পরিবহন আইন নিয়ে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসবেন, অবরোধকারী শ্রমিকদের এমন আশ্বাস দিলে তারা ধর্মঘট তুলে নেন।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, কোনও রকম পূর্ব ঘোষণা না দিয়ে নারায়ণগঞ্জ গণপরিবহনের শ্রমিকেরা বুধবার সকাল থেকে বাস ধর্মঘট পালন শুরু করে। তারা সড়কে যানবাহন চলাচলে বাধা দেয়। যাত্রীবাহী কোনও পরিবহন সামনে এগিয়ে এলেই তাদের ওপর হামলে পড়ে। চালককে মারধর ও যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে এলোপাতাড়ি বাস রেখে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া ও সামাদ বানু সিএনজি স্টেশনের সামনে পিকেটিং করে। শ্রমিকেরা এভাবে সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

কুমিল্লা থেকে ডাক্তার দেখাতে ঢাকায় আসা গোলাম রহমান বলেন, ‘কাঁচপুর সেতুর পূর্বপাশে নামিয়ে দিয়েছে বাসের চালক। কাঁচপুর থেকে হেঁটে ও রিকশায় করে সাইনবোর্ড এসে আটকা পড়েছেন। কোনও যানবাহন মিলছে না।’

ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী জোনের ডিসি ইফতেখার আলম জানান, নতুন আইন নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর দুইটার পর শ্রমিকরা পরিবহন ধর্মঘট তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ