X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সারের পেছনে নয়, এখন কৃষকের পেছনে সার ঘুরছে: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ২১:৩১আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৩৬




 কৃষকদের সহায়তায় বিভিন্ন কৃষি পণ্য, সার ও কীটনাশকে সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সার, বীজের কোনও সংকট হয়নি। সারের পেছনে এখন ঘুরতে হয় না। সার এখন কৃষকের পেছনে ঘুরছে।

বুধবার (২৭ নভেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা প্রকল্পের আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের থেকে সরাসরি ধান কেনা হচ্ছে।

শিগগিরই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, তা দিয়ে আমাদের চাহিদা মেটে না। তাই বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ালে এমন সংকট আর ভবিষ্যতে হবে না।

রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির জন্য কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন। এই বিপ্লবকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। আধুনিক ও যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। অন্যদিকে কৃষকের উৎপাদন খরচ কমে যাবে।

 তিনি বলেন, সরকার কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে স্বল্প পরিশ্রমে বেশি ফসল উৎপাদন করতে পারেন এ জন্য কোটি কোটি টাকা ব্যয় করে সরকার আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করছে। ধান ও চাল কেনাসহ বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হচ্ছে। তিনি কৃষি সংক্রান্ত যেকোনও সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে কৃষকদের প্রতি আহবান জানান।

বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হানিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে বোদা উপজেলার তিন হাজার ৯০০ কৃষকের মাঝে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, তিল, গ্রীস্মকালীন ও শীতকালীন মুগ ডাল বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

পরে মন্ত্রী দেবীগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক তিন হাজার ৬০০ কৃষকের মধ্যে প্রণোদনা প্রকল্পের আওতায় ৪২ লাখ টাকার সার ও বীজ বিতরণ করেন।

এছাড়া মন্ত্রী ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় দেবীগঞ্জের ১২০ জন ভিক্ষুকের মাঝে গরু ও ছাগল বিতরণ করেন। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দেবীগঞ্জ পৌরসভার ছয়টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে মন্ত্রী বোদা শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের স্থান পরিদর্শন করেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা