X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আ.লীগ নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ২২:২০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:২৫

ছবি: (বাম দিক থেকে) কাউন্সিলর আলী হোসেন আলা ও ব্যবসায়ী ইউছুফ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ইউছুফ (৪৬) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলার বিরুদ্ধে। ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে কাউন্সিলর তার কার্যালয়ে নিজেই মারধর করেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্যাতনের শিকার ব্যবসায়ী ইউছুফ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযুক্ত নাসিক কাউন্সিলর ও থানা আ.লীগের যুগ্ম সম্পাদক আলী হোসেন আলা দাবি করেছেন, তিনি ব্যবসায়ী ইউছুফকে লোকজন দিয়ে তুলে এনে সমঝোতা করে ছেড়ে দেন।

চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে কাউন্সিলর আলী হোসেন বলেন, সন্ধ্যার পর তাকে আসতে বলা হয়েছে। সে আসলে তার মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হবে।

কাউন্সিলর আলী হোসেন আলা বলেন, দীর্ঘদিন ধরে আদমজী ইপিজেডের ভেতর টিএনএস বাটন কারখানায় ব্যবসা করছি। তবে কয়েকদিন আগে ইউছুফ টিএনএস বাটন কারখানায় কোটেশন দিয়ে আমার ব্যবসা নিয়ে যেতে চাচ্ছে। পরে ইউছুফকে আমার লোকজন তুলে আনে। সমঝোতার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

তবে ব্যবসায়ী ইউছুফের দাবি, টিএনএস বাটন কারখানা কর্তৃপক্ষ কোটেশন আহবান করলে নিয়ম মাফিক কোটেশন দাখিল করি ও বৈধভাবে কাজ পাই। কর্তৃপক্ষ কাজ দিয়েছেন, তাই ওই কারখানায় ব্যবসা করছি। হঠাৎ সোমবার বিকালে ওই কারখানার সামনে থেকে তিনটি মোটরসাইকেলে করে শাহজাহান, হারুন, নজরুলসহ ছয় জন লোক তাকে জোর করে তুনে নিয়ে যান। পরে কাউন্সিলর আলী হোসেন আলার কার্যালয়ে নিয়ে আমাকে মারধর করা হয়।

ইউছুফ অভিযোগ করেন, এসময় কাউন্সিলর আলা ইপিজেডে ব্যবসা করতে হলে তাকে ২০ লাখ টাকা চাঁদা দেওয়ার কথা বলেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক। তিনি বলেন, এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে বলে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!