X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পুলিশের পোশাক পরে স্বর্ণের দোকানে ডাকাতি

বরিশাল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৬:০৪

মুলাদী উপজেলা বন্দরের ৪টি দোকানে ডাকাতি হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম

বরিশালের মুলাদী উপজেলা বন্দরের ৩টি স্বর্ণ ও একটি মুদি দোকানে পুলিশের পোশাক পরে ডাকাতি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও ডাকাতরা ৫/৬টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি নগদ অর্থসহ ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।

ডাকাতি হওয়া প্রতিষ্ঠানগুলো হলো, বণিক কর্মকারের জননী জুয়েলার্স, সুরেশ কর্মকারের রিতা জুয়েলার্স ও প্রফুল্ল কর্মকারের বনশ্রী জুয়েলার্স এবং মুদি দোকান রহমত স্টোর্স।

বণিক, সুরেশ ও প্রফুল্ল কর্মকার জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত আড়াইটার দিকে তারা খবর পান বন্দরে ডাকাত পড়েছে। ডাকাতরা প্রথমে রহমত স্টোর্স ভাঙচুর করে সেখান থেকে নগদ অর্থ লুট করে। পরে তাদের মালিকানাধীন ৩টি জুয়েলার্সের তালা কেটে স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে যায়। এর আগে তারা বাজারের ৫  পাহারাদারকে বেঁধে রহমতের মুদি দোকানের গোডাউনে রাখে।

এর মধ্যে পাহারাদার বাবুল কোনওভাবে ছুটে গিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গাড়ি নিয়ে বাজারে পৌঁছলে ডাকাত দল তাদের লক্ষ্য করে ৫ থেকে ৬টি বোমা বিস্ফোরণ ঘটায়। ডাকাত দলে থাকা ১৪/১৫ জনের মধ্যে ৬ থেকে ৭ জন পুলিশের পোশাক এবং কয়েকজন ডাকাতের মুখোশ পরা ছিল।

পুলিশের অভিযানের সময় বাজার সংলগ্ন নয়াভাঙ্গুলী নদীতে থাকা ট্রলারে করে ৬ ডাকাত পালিয়ে যায়। বাকীরা বিভিন্ন স্থান দিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীদের ধারণা সোমবার বিকেল থেকেই ডাকাতরা বাজারে অবস্থান করছিল। গভীর রাতে সুযোগ বুঝে তারা ঘণ্টাব্যাপী ডাকাতি করে।

এ ঘটনার পর বাজার পরিদর্শন করে পুলিশ সুপার সাইফুল ইসলাম স্বল্প সময়ের মধ্যে ডাকাতদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে ব্যবাসায়ীদের আশ্বস্ত করেন।

মুলাদী থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন,‘ঘটনার পর পরই ডাকাতদের ‍আটকে অভিযান চালানো হলেও ডাকাতরা পালিয়ে ‍যায়। তাদের ‍আটকে পুলিশের অভিযান চলছে।

ওসি ‍আরও জানান, বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তায় তাদের নিয়ে বৈঠক করেছি। ‍এরপর যাতে ‍এ ধরনের কোনও ঘটনা ঘটিয়ে ডাকাতরা পালিয়ে যেতে না পেরে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা