X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হালদায় ফের মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:০৩

 

ছবি: সংগৃহীত চট্টগ্রামের হালদা নদীতে আবারও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় থাকা বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে মৃত ডলফিনটি হালদা নদীর হাটহাজারী অংশের আকবরিয়া এলাকায় নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক মনজুরুল কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়রা মৃত ডলফিনটি দেখে বিকাল ৪টার দিকে আমাকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে আমি বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার করে ল্যাবরেটরিতে নিয়ে আসি। এটির বয়স নির্ধারণ করা যায়নি। ওজন হবে ৩০-৩৫ কেজির মতো।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতজনিত কারণে ডলফিনটি মারা যেতে পারে।

মনজুরুল কিবরিয়া বলেন, ‘মৃত ডলফিনটির মাথায় আঘাতে চিহ্ন আছে। আমরা ধারণা করছি, হালদা নদীতে চলা নৌযান বা অন্যকিছুর সঙ্গে আঘাত পেয়ে ডলফিনটি মারা যেতে পারে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

এ নিয়ে গত তিন বছরে হালদায় বিপন্ন প্রজাতির ২২টি গাঙ্গেয় ডলফিন মারা গেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সমীক্ষা চালিয়ে দেখেছি হালদায় প্রায় ২০০টির মতো গাঙ্গেয় ডলফিন রয়েছে। এর মধ্যে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে বর্তমান পর্যন্ত ২২টি ডলফিন মারা গেছে। এসব ডলফিনের অধিকাংশ আঘাত জনিত কারণে মারা গেছে। সর্বশেষ গত ১৬ এপ্রিল ছয় মাস বয়সী একটি ডলফিন নৌযানের আঘাতে মারা যায়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা