X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চোরাকারবারি ভেবে ভারতীয়কে গুলি করে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৩২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৫


বিএসএফ ভারতীয় নাগরিককে চোরাকারবারি ভেবে গুলি করে হত্যা করে বিএসএফ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলা সাহেবের আলগা সীমান্তে বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ের বৈঠকে এ তথ্য জানায় বিএসএফ।  
বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা কোম্পানি (বিজিবি সাহেবের আলগা বিওপি ক্যাম্প দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডারের অধীনস্থ) কমান্ডার সুবেদার মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।
মুজিবুর রহমান জানান, শুক্রবার সকালে বিএসএফের গুলিতে ওই ভারতীয় নাগরিক নিহত হয়। এরপর  ক্যাম্প কমান্ডার পর্যায়ে বৈঠক হয়।
তিনি বলেন, ‘বৈঠকে বিএসএফ প্রতিনিধি এসি লাক্সি জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাকারবারিরা বিভিন্ন সময় বিএসএফ সদস্যদের উত্ত্যক্ত করে আসছে। শুক্রবার সকালে ওই ভারতীয় নাগরিক সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে বিএসএফ সদস্যদের উত্ত্যক্তের চেষ্টা করলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতে  নিয়ে যান।’
নিহত ভারতীয় নাগরিকের নাম সবুজ মিয়া (৩১)। তার বাড়ি ভারতের সিংগিমারি জেলার শুকচর থানার শান্তিপুর গ্রামে।
প্রসঙ্গত,  শুক্রবার সকাল ৭টার দিকে উলিপুরের সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় ডিগ্রির চরের চুলকানির খাল স্থানে আন্তর্জাতিক পিলার ১০৫২ (২এস) এর কাছে বিএসএফের গুলিতে নিহত হন সবুজ মিয়া।

স্থানীয়দের ধারণা, সবুজ মিয়া গরু ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরে একই পথে ভারতে ফেরার সময় বিএসএফ তাকে বাংলাদেশি ভেবে গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ভারতীয় নাগরিক।

আরও পড়ুন:

বাংলাদেশ থেকে ফেরার সময় বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!