X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিআরটিসি নিয়ে সমস্যা, নেত্রকোনা-ময়মসিংহ সড়কে বাস চলাচল বন্ধ

নেত্রকোনা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৫০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৪

নেত্রকোনা

নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোণষা করেছে পরিবহন মালিক সমিতি। সোমবার (৯ ডিসেম্বর) নেত্রকোনা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান এই তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, রবিবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ওই সড়কে বিআরটিসির ১০টি দ্বিতল বাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের দিনই মালিক ও শ্রমিক পরিবহনের হস্তক্ষেপে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরই প্রতিবাদে সোমবার বেলা ১১ টায় নেত্রকোনাবাসীর ব্যানারে কয়েকটি সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মানববন্ধনের প্রধান অতিথি ও স্থানীয় সংরক্ষিত নারী আসনের সদস্য হাবিবা রহমান খান শেফালি পরিবহন মালিকদের কঠোর হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, ‘বিআরটিসি বাস চলাচল করতে না দিলে এ সড়কে কোনও মালিকের বাস চলাচল করতে দেওয়া হবে না।’

এরই জের ধরে সোমবার বিকাল থেকে নেত্রকোনা জেলা মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতারা সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মো. আরিফ খান বলেন, ‘আমরা পরিবহন মালিক সমিতি ও শ্রমিকরা বিআরটিসির কোনও বাস চলাচলে বাধা দেইনি। সরকারি গাড়ি চলাচল ও সিদ্ধান্তে আমাদের বাধা দেওয়ার কোনও কারণ নেই। ময়মনসিংহ ডিপোতে হয়তো সমস্যা থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে মানববন্ধন করার কোনও প্রয়োজন ছিল না। মানববন্ধন থেকে বক্তারা আমাদের নিয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। তা ঠিক হয়নি। স্থানীয় সংসদ সদস্য বলেছেন- বিআরটিসি চলাচল বন্ধ করে দিলে এই সড়কে কোনও ব্যক্তি মালিকানাধীন গাড়ি চলাচল করতে পারবে না। তাই আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তে ওই বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছি।’

এর আগে, নেত্রকোনাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি ও নারীনেত্রী বেগম রোকেয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন মহিলা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক তাহেজা বেগম, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহদফতর সম্পাদক চপল দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটিসহ জেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ব্যপারে জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, ‘নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সদস্যদের নিয়ে সোমবার সকালে বসা হয়েছে। তারা জানিয়েছেন, বিআরটিসি চলাচল নিয়ে তাদের কোনও আপত্তি বা বাধা নেই।’

এ ব্যপারে স্থানীয় সংরক্ষিত আসনের সদস্য হাবিবা রহমান খান শেফালি বলেন, ‘আমি এ ধরনের কোনও বক্তব্য দেইনি। আমি শুধু এটাই বলেছি যে, সরকারি পরিবহন যদি বন্ধ থাকে তাহলে আমরাও তার প্রতিবাদ করে যাবো। যতক্ষণ পর্যন্ত চালু না হবে।’

উলেখ্য যে, শহরের নাগড়া কৃষিফার্ম এলাকা হতে সকাল সাড়ে ছয়টা থেকে আধাঘণ্টা পর পর  বিআরটিসির বাস নেত্রকোনা থেকে ময়মনসিংহ ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়। ভাড়া ধরা হয় ৪০ টাকা এবং শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ ২০ টাকা।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা