X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কর ফাঁকি দিয়ে কম দামে বিক্রি: কোটি টাকার মোবাইল সেট উদ্ধার

খুলনা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৩

আটক ব্যবসায়ীরা খুলনায় ১৭৯টি মোবাইল সেটসহ পাঁচ জন অবৈধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। মোবাইলগুলোর দাম প্রায় কোটি টাকা। রবিবার বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। খুলনার সোনাডাঙ্গা নিউ মার্কেট এলাকায় ছয়টি অবৈধ মোবাইল সেট বিক্রয়কেন্দ্রে এ অভিযান চলে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- খালিশপুর হাউজিংয়ের জি এম নাজমুল হকের ছেলে আমিনুল ইসলাম রনি (৩৫), সোনাডাঙ্গার শামসুল হকের ছেলে আসলাম (২৫), নতুন রাস্তা মোড়ের হালিম শেখের ছেলে রাসেল শেখ (২৫), ট্যাং রোডের দাউদ হাসানের ছেলে মিরাজ হাসান (২০) ও রেলগেটের বাদল বাড়ৈর ছেলে রতন বাড়ৈ (২২)।   র‍্যাবের ব্রিফিংয়ে কর্মকর্তারা

র‌্যাব-৬ এর  পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নিউ মার্কেটে অভিযান চালানো হয়। এসময় ছয়টি মোবাইল ফোনের দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭৯টি মোবাইল ফোন, চারটি হেড ফোন এবং একটি অ্যাপল ওয়াচসহ পাঁচ জন অবৈধ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে রেডমি-১৩৫টি, রিয়েলমি-১৫টি, আইফোন-১৪টি, স্যামস্যাং-১১টি, ওয়ান প্লাস-তিনটি, ভিভো-একটি, ওনার ৯এন-একটি, অ্যাপল স্মার্ট ওয়াচ-একটি, অ্যাপল হেডফোন চারটি।

তিনি আরও জানান, ‘এসব মোবাইল সেট ও অন্যান্য সরঞ্জামের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। অভিযুক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধভাবে সরকারি কর ফাঁকি দিয়ে মোবাইল এনে জনসাধারণের কাছে কম মূল্যে বিক্রি করছে। ফলে প্রতিদিন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া