X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয় শরীফাকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ০১:৫২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৮

শরীফা আক্তার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী শরীফা আক্তার (২৪) আত্মহত্যা করেননি। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শরীফার লাশের ময়নাতদন্ত ও ভিসেরা (কিডনি, পাকস্থলী, ফুসফুসের আলামত পরীক্ষা) রিপোর্টে এমন তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, ‘দুটি রিপোর্টই আমার হাতে এসেছে। ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে শরীফাকে ধর্ষণের আলামত পাওয়া যায়। শরীফার গলায় আঙুলের ছাপ রয়েছে। তাকে যে হত্যা করা হয়েছে সেটি স্পষ্ট।’
শরীফা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের মজিবুর রহমানের মেয়ে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয় উল্লেখ করে তার বাবা গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন। ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট আসার পর মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তরের আবেদন করেন তিনি।
এতে মজিবুর রহমান অভিযোগ করেন, ‘ঘটনার পর পুলিশ ভুল বুঝিয়ে তাকে দিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা করিয়েছেন। এমনকি দুটি তদন্ত রিপোর্ট পাওয়ার পরও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করে উল্টো আমাকে হয়রানি করেছেন।’
অভিযুক্ত সোহেল মিয়া ওরফে হুসাইন একই এলাকার আক্কাছ মিয়ার ছেলে। শরীফা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ায় একটি বাসায় ভাড়া থেকে পড়াশোনা করতেন। গত ১০ সেপ্টেম্বর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শরীফার ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মামলায় বাদী অভিযোগ করেছেন, ‘সোহেল প্রায়ই শরীফা আক্তারকে উত্ত্যক্ত করতো। ঘটনার দিনও সোহেল শরীফাকে উত্ত্যক্ত করে।’
মজিবুর রহমান মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের বলেন, ‘শুরু থেকেই ধারণা করছিলাম শরীফাকে হত্যা করা হয়েছে। কিন্তু পুলিশ কোনোভাবেই সেটা মানতে চাচ্ছিলো না। পুলিশের চাপাচাপির কারণেই আত্মহত্যায় প্ররোচনার মামলা করি। পরবর্তীতে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পেয়ে পুলিশকে জানালেও তারা কর্ণপাত করেনি। মামলার আসামিকে না ধরে উল্টো আমাকে হয়রানি করেন মামলার তদন্ত কর্মকর্তা। মেয়ের হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আলমগীর হোসেন বলেন, ‘বাদী পক্ষ মামলাটির তদন্ত পিবিআইকে দেওয়ার জন্য আবেদন করেছেন। বিষয়টি অনুমোদনের জন্য পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া