X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার জামিনের ব্যাপারে সরকার হস্তক্ষেপ করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ১৭:২৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:১৫

খালেদা জিয়ার জামিনের ব্যাপারে সরকার হস্তক্ষেপ করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের ব্যাপারটি আদালতের এখতিয়ার বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘সরকার খালেদা জিয়ার জামিনের ব্যাপারে কোনও হস্তক্ষেপ করছে না, এটা আদালতের এখতিয়ার। তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত, কারাগারে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন সাজাপ্রাপ্ত আসামি যেভাবে থাকেন, তার থেকে ভালো অবস্থানেই তিনি আছেন।’

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় জামালপুরের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে তিনি আরও বলেন, ‘তার যেসব রোগ রয়েছে, তা কখনোই ভালো হবার নয়, তবে সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে, তাকে বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এর আগে জামালপুর পুলিশ অফিসার্স ক্লাবে পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বে আজ রোল মডেল, আমরা জঙ্গি-সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সক্ষম হয়েছি। বিদেশে গেলে অনেকেই প্রশ্ন করেন আমরা কীভাবে জঙ্গি দমন করলাম। আমি বলি, বাংলাদেশের জনগণ সন্ত্রাস-জঙ্গি সমর্থন করে না। দেশের জনগণকে সঙ্গে নিয়েই আমরা জঙ্গি-সন্ত্রাস দমন করেছি। পুলিশ ছাড়াও র‌্যাব, পিবিআই, কাউন্টার টেররিজম ইউনিটসহ বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় লোকবল, সরঞ্জাম, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ, আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!