X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম আওয়ামী লীগের সভাপতি জাফর, সম্পাদক মঞ্জু

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, ২৩:৪১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৮

মো. জাফর আলী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন আনা হয়েছে। সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রাম পৌর টাউন হলের শেখ রাসেল মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

এ সময় সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলকে জাতীয় পরিষদের সদস্য ঘোষণা করা হয়।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের এ সম্মেলনে সাতজন সভাপতি পদে এবং চারজন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি জাফর আলীকে সভাপতি এবং আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ঘোষণা দিলাম।’ 

তবে জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলনস্থলে উপস্থিত কাউন্সিলরা ওবায়দুল কাদেরের এ ঘোষণার বিরোধিতা করে ‘মানি না, মানি না’ বলে চিৎকার করতে থাকেন এবং ভোট দাবি করেন। তখন ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন।

এর আগে কুড়িগ্রাম স্টেডিয়ামে দলটির ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রায় রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে মো. জাফর আলী নির্বাচিত হয়েছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা