X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া জামিন পাওয়ার মতো অসুস্থ নন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:১৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৭


মসজিদের ভিস্তিপ্রস্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়া এমন কোনও অসুস্থ নন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা হবে না। সেজন্যই আদালত তাকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করেনি। তাই তাদের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। এরপর থেকে বিএনপি নেতারা লাফালাফি শুরু করেছেন যে, এটা ঠিক হয়নি। তাদের কথা হচ্ছে, যে যাই বলুক তালগাছটা আমার। যদি রায় বা আদেশ তাদের পক্ষে যেত, তাহলে সেটা অন্যায় হলেও ভালো হতো। তাদের বিপক্ষে যখন ন্যায্য কথা বলা হয় তখন তারা বলেন, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আখাউড়ায় উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপিল বিভাগ বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের বক্তব্য, সরকার পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শোনেন। এরপর তার মেডিক্যাল রিপোর্ট দেখেন। পরে বিচারকেরা বলেন, তাকে জামিন দেওয়ার প্রয়োজন নেই। এখানে বিতর্কের কোনও সুযোগ আছে বলে মনে হয় না।’

মন্ত্রী তার নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির অবস্থা প্রসঙ্গে বলেন, ‘শুক্রবার সকালে কসবা বিএনপির একদল নেতা আমাকে ফোন করে বলেন, তাদের কোনও এক নেতা অসুস্থ। তাকে দেখতে ঢাকায় যেতে চাচ্ছেন। আমি বলেছি গেলে যাবেন, কোনও সমস্যা নেই তো। আপনারা যান। পরে তারা তিনটি মাইক্রোবাসে ঢাকায় রওনা হন। ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার তাদের আটকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? আপনাদের সফরের উদ্দেশ্য কী? তারা আবারও আমাকে ফোন দিয়ে বললেন ব্রাহ্মণবাড়িয়ার এসপি সাহেব আমাদের আটকে দিয়েছেন। আমি এসপিকে বললাম, তাদের যেতে দিন। পরে বিএনপি নেতারা জানালেন তারা বাড়ি ফিরে যাচ্ছেন।’

মন্ত্রী হেসে বলেন, ‘এখন বুঝেন তাদের কত সাহস। আমি বললাম, আপনারা আপনাদের অসুস্থ নেতাকে দেখতে যান। তারা বললেন যাবেন না। তাদের সঙ্গে ভালো ব্যবহার করলেও তারা বলবেন আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। মিষ্টি কথা বললেও বলবে আমাদের সঙ্গে করলা দিয়ে কথা বলেছে।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা