X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তারেকও চান না খালেদা জিয়ার জামিন হোক: খালিদ মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ০৪:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০৪:২২

খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি মামলায় আদালত ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন। সরকার কখনোই আদালতের ওপর হস্তক্ষেপ করে না। খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করতে চাই না উল্টো বিএনপি খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করছে। তারা খালেদা জিয়ার জামিন চান না। স্বয়ং তারেক জিয়াও চান না তার মার জামিন হোক।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে বিরল উপজেলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার খালেদা জিয়ার সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল হলো বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল। সেখানে তিনি চিকিৎসা করাতে আগ্রহী নন। বিএনপি চেয়ারপারসনের দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিয়েছেন সেরকম চিকিৎসা তিনিও চান। আমি তাদের বলতে চাই, তারেক জিয়া চিকিৎসার নাম করে যেভাবে বিদেশে গিয়ে সেখানেই বসবাস শুরু করেছেন, খালেদা জিয়ার ক্ষেত্রে তেমনটা হবে না, এমন বিশ্বাস কে দেবে।?
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি ও জামায়াত এখনও দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা চায় না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক। গত দশ বছরে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে অনেক শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগের মধ্যে কোনও ফাটল নেই।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটি বহমান নদী। এই নদী কখনোই শুকিয়ে যাবে না। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। খুনিরা মনে করেছিল, বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে শেষ করা হয়েছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর তার আদর্শকে কখনোই নিশ্চিহ্ন করা যাবে না। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের ওপর দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি