X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় ফের সক্রিয় কিশোর গ্যাং!

বগুড়া প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১১:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:৪৪

বগুড়া

বগুড়ার কিশোর গ্যাং আবার তৎপর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের ছুরিকাঘাতে দুই কলেজ ছাত্র আহত হয়েছেন। শনিবার সকালে শহরের জিরোপয়েন্টের সাতমাথায় জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ আহতদের মধ্যে হাসিবুল হাসান রকিকে (২২) উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেছে। তার বন্ধু শিমুল কুমার দাস (২০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সদর পুলিশ ফাঁড়ির এসআই জিলালুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া জিলা স্কুলের মাঠে বিজয় দিবসের কর্মসূচির মহড়া চলছিল। এ সময় দুর্বৃত্তরা পূর্ব  বিরোধের জের ধরে সরকারি আজিজুল হক কলেজ উচ্চ মাধ্যমিক বাণিজ্য দ্বিতীয় বর্ষের ছাত্র শিমুল কুমার দাসকে ছুরিকাঘাত করে। তখন তার বন্ধু একই কলেজের অনার্স (ব্যবস্থাপনা) দ্বিতীয় বর্ষের ছাত্র হাসিবুল হাসান রকি তাকে রক্ষায় এগিয়ে যায়। দুর্বৃত্তরা তখন রকির পায়েও ছুরিকাঘাত করে। এসময় শিমুল পালিয়ে যায় এবং রকি স্কুলের গেটের কাছে থাকা পুলিশের সামনে এসে পড়ে যান। তখন সদর থানার এসআই নুরে আলম রক্তাক্ত রকিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। রকি কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের ওমর আলীর ছেলে। সে কলোনি এলাকার একটি মেসে থেকে পড়াশুনা করেন। 

শিমুল জানান, শনিবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানের মহড়া চলাকালে রাফিদের নির্দেশে রাকিব, শান্ত ও নিরব তাকে (শিমুল) স্কুলের ভেতর ডেকে নিয়ে যায়। তখন তার সঙ্গে বন্ধু রকিও ছিল। প্রথমে ওরা তার (শিমুল) বাম চোখের নিচে ছুরিকাঘাত করে। পরে তাকে বাঁচাতে এগিয়ে গেলে রকির পায়ে ছুরিকাঘাত করে। তখন শিমুল দৌড়ে পালিয়ে যান। পুলিশ রকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, দুজন নয়, একজন ছুরিকাহত হয়েছে। তবে হামলাকারীদের সনাক্ত করা যায়নি। সন্ধ্যায় এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়