X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ফেসবুকে প্রেম অতঃপর ধর্ষণের শিকার

যশোর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৫

ফেসবুকে প্রেম অতঃপর ধর্ষণের শিকার যশোরের চৌগাছায় নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) তাদের আটকের পর গ্রেফতার দেখানো হয়। তারা হলো সাগর আহম্মেদ (১৮) ও তার সহযোগী সজীব রহমান হৃদয় (১৮)।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাগর চৌগাছা উপজেলার পাশাপোল (মাঝেরপাড়া) গ্রামের মোফাজ্জল হোসেন এবং সজীব পৌরসভার জিওলগাড়ি (বেলেমাঠ) গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
ভুক্তভোগী মেয়েটির লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগরের সঙ্গে ২ মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়। এরপর তাদের ফেসবুকে কথাবার্তা হতে থাকে। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৭ ডিসেম্বর সকাল ৯টায় সাগর ম্যাসেঞ্জারে তাকে দেখা করার প্রস্তাব দেয়। এতে রাজি হয়ে স্কুলছাত্রী জগদীশপুর তুলাবীজ বর্ধন খামারে দেখা করতে যায়। সেখানে কথাবার্তা বলার একপর্যায়ে তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে প্রাইভেটকারে তুলে নেয় সাগর। পরে গাড়ির মধ্যেই বেলা ১১টার দিকে সজীবের সহায়তায় তাকে সাগর ধর্ষণ করে। এরপর সজীবও তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার শুরু করে। তখন গাড়িচালক চলে আসে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং মেয়েটিকে বাড়ির পাশে একটি বাজারে নামিয়ে দেয়। সে সময় তারা মেয়েটিকে বিষয়টি কাউকে না বলার হুমকি দেয়। অন্যথায় ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে জানায়। পরবর্তীতে বিষয়টি ওই ছাত্রী তার মা-বাবাকে জানিয়ে ১৪ ডিসেম্বর চৌগাছা থানায় ধর্ষণ মামলা করে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান