X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৯:০২

কোটালীপাড়ায় এক মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যাকে রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। আরও একটি যুদ্ধের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।’

রবিবার (১৫ ডিসেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়ার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমি হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। আগে যেমন ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি, আগামীতেও পারবে না। বাংলাদেশে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। তাকে রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে এ দেশকে মেধাশূন্য করতে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ বুদ্ধিজীবীদের হত্যা শুরু করলো। সেদিন এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি।’

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হমায়ুন কবির, পৌর মেয়র মো. কামাল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া