X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অপহৃত গার্মেন্টসকর্মী উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ২০:০৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:১৪

অপহরণকারী চক্রের চার সদস্য মুক্তিপণের দাবিতে অপহরণের শিকার এক গার্মেন্টসকর্মীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন র‌্যাব। এ সময় অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়। রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে র‌্যাব ১-এর স্পেশালাইজ কোম্পানির পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

অপহরণের পরদিন শনিবার রাতে দক্ষিণ সালনা এলাকায় কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্যদের আটক ও অপহৃতকে উদ্ধার করে র‌্যাব।  

উদ্ধার গার্মেন্টসকর্মীর নাম মো. সুজন মিয়া (২৫)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজিয়ারচর রারিকান্দি এলাকার দলু শেখের ছেলে।

আটককৃতরা হলো– ব্রাহ্মণবাড়ীয়ার নাছিরনগরের গুরকুন গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৪), গাজীপুর সদরের পূর্ব সালনা এলাকার চাঁন মিয়ার ছেলে রিপন মিয়া (১৯), শেরপুরের ঝিনাইগাতী থানার পাইকুড়া গ্রামের মাসুদ রানা (১৮) এবং কুড়িগ্রামের রাজিবপুর থানার জোয়ালীপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (২০)। তারা সবাই গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ভাড়া বাসায় থাকে।

র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার জানান, সুজন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় রুহুল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। শুক্রবার সন্ধ্যায় কারখানা ছুটির পর সুজন দক্ষিণ সালনা এলাকায় বোনের বাসায় যাচ্ছিলেন। পথে সালনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে কয়েকজন অপহরণকারী তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে চোখ বেঁধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে রাখে। বাড়ি না ফেরায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। রাতে অপহরণকারীরা সুজনের বাবার কাছে মোবাইল ফোনে ছেলেকে হত্যার হুমকি দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সুইচ গিয়ার চাকু, নগদ ৪৬০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট