X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিএনপির বিজয় মিছিল থেকে তিন নেতা আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৩২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:০২

বিএনপি নেতাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে

নারায়ণগঞ্জে বিজয় দিবসের র‌্যালি থেকে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ। এর আগে বিএনপির অপর একটি মিছিল থেকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ পরিদর্শককে হেনস্তার অভিযোগ উঠেছে। তবে বিএনপির নেতারা পুলিশ পরিদর্শকে হেনস্তা করার অভিযোগ অস্বীকার করেছেন।

আটক নেতার হলেন, মামুন, রাকিব হোসেন ও স্বপন মিয়া।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর ব্যানারে একটি মিছিল বের করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান। মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাব থেকে বের হয়ে শহরের ২নং রেলগেট এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। এসময় সদর থানা পুলিশ পরিদর্শন জয়নাল আবেদীনকে (তদন্ত) হেনস্তা করাসহ তার জামা ধরে টানাটানি করে বিএনপি কর্মীরা। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর অতিরিক্ত পুলিশ এসে বিএনপি কর্মীদের লাঠিচার্জ করে তাড়িয়ে দেয়।

এর কিছু সময় পর নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকা থেকে বিএনপি নেতা মনিরুল আলম সজলের নেতৃত্বে আরেকটি মিছিল বের হলে সেটিতেও ধাওয়া দেয় পুলিশ। এসময় মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশ।

বিষয়টি স্বীকার করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ‘বিএনপির মিছিল থেকে উশৃঙ্খ্ল কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।’

অপরদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘বিএনপির একটি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে উস্কানিমূলক স্লোগান দেওয়ায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এসময় ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে আটকের ব্যাপারে আদালতের স্থগিতাদেশ থাকা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক মনিরুল আলম সজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া