X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আড়াই মাসের মধ্যে তুহিন হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৩

তুহিন


সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যা মামলার আড়াই মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পালের আদালতে এ অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এ ঘটনায় নিহত তুহিনের বাবা, চাচা ও চাচাতো ভাইসহ ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে তুহিনের স্বজনরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। জনমত পক্ষে নেওয়ার জন্য হত্যার পর নির্মমভাবে শিশু তুহিনের লাশটি ক্ষতবিক্ষত করা হয়। তুহিন হত্যার ঘটনায় তার মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন জড়িত সন্দেহে তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা নাসির উদ্দিন, চাচাতো ভাই শাহরিয়ারসহ ৫ জনকে বাড়ি থেকে আটক করে থানায় আনা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তুহিনের চাচা নাসির, জুলহাস, আব্দুল মচ্ছবির ও চাচাতো ভাই শাহরিয়ায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে  নাসির ও শাহরিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু তাহের মোল্লাসহ জেলা পুলিশের মেধাবী  কর্মকর্তরা এ মামলার তদন্ত করেছে।  দীর্ঘ আড়াই মাস নিবিড়ভাবে তদন্ত শেষে পুলিশ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, মিজানুর রহমান, আবু তারেক, ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা। ডিবির ওসি কাজী মুক্তাদির হোসেন, জেলা পুলিশ, ডিবি, সিআইডির কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য গত ১৫ অক্টোবর রাতে  দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ৫ বছরের শিশু তুহিকে নির্মমভাবে হত্যা করে তার স্বজনরা।  


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?