X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অনাস্থা

বরগুনা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ১১:৫১আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১২:০৬

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অনাস্থা

দলীয় কর্মসূচিতে অনুপস্থিত, মাদক ব্যবসা ও ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলামের প্রতি অনাস্থা জানিয়েছে উপজেলা ছাত্রলীগের একাংশ।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আমতলী রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি আবদুল মতিন খান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়। এর আগে ২৯ ডিসেম্বর এক জরুরি সভা ডেকে তার বিরুদ্ধে অনাস্থা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, গত ৯ মে ২০১৮ তে মাহবুবুল ইসলামকে সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট (আংশিক) উপজেলা কমিটি অনুমোদন দেয় বরগুনা জেলা ছাত্রলীগ। এ দীর্ঘ সময়ের মধ্যে তিনি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি করতে ব্যর্থ হয়েছেন। এ সব নিয়ে সাধারণ সম্পাদকসহ উপজেলা কমিটির নেতারা সভাপতিকে বারবার তাগিদ দেওয়া পরও তিনি পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারে কোনও উদ্যোগ নেননি। এতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্নসহ দলীয় কার্যক্রম চরমভাবে ব্যহত হয়েছে। বর্তমানে উপজেলা সভাপতির সঙ্গে ইউনিয়ন ও উপজেলার অন্যান্য ছাত্রলীগ নেতাদের কোনও যোগাযোগ না নেই।

আরও অভিযোগ করা হয়, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম গত ২৭ মে ২০১১ তারিখে পাশের মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের টহল সদস্যদের হতে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিলেন। বর্তমানে মামলাটি চলমান আছে। তিনি এখনও গোপনে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ কারণে ছাত্রলীগ নেতা ও সাধারণ শিক্ষার্থীদের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এসব অভিযোগে গত ২৯ ডিসেম্বর ১৪ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের নেতারা দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন খান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজের নেতৃত্বে সভা ডেকে সভাপতি মাহবুবুল ইসলামের প্রতি অনাস্থা জানান হয়। সভায় সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন খান, সহ-সভাপতি মো, ফাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়ামিন হাওলাদার, মো. পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল আমিন, ইব্রাহীম বিশ্বাস, আশিকুর রহমান আসলাম, মোফদি সরোয়ার সওমসহ উপজেলা ছাত্রলীগের নেতারা।

এসব অভিযোগের বিষয়ে আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করে গত ১ মাস আগে জেলায় জমা দিয়েছি। ইউনিয়ন কমিটি এখনও করতে পারিনি। আমার বিরুদ্ধে মাদক ব্যবসার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া