X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কবি জয়দুল হোসেনের জন্মদিন পালন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ২২:৫৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২২:৫৯

কবি জয়দুল হোসেনের জন্মদিন পালন কবি ও মুক্তিযুদ্ধ গবেষক জয়দুল হোসেনের ৬৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে । বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে কবিকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিশু একাডেমির পক্ষ থেকে কবিকে ফুলের তোড়া, উত্তরীয়, শাল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে জেলা প্রশাসক, সাহিত্য একাডেমি, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থা, তিতাস আবৃত্তি সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অনুভূতি জানিয়ে কবি জয়দুল হোসেন বলেন, ‘মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনও সম্মাননা হয় না। সবার ভালোবাসায় আমি আপ্লুত।’
অনুষ্ঠানে কবি জয়দুল হোসেনের কবিতা থেকে জেলা শিশু একাডেমি ও তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা দলীয় আবৃত্তি পরিবেশন করেন।

এই আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার গর্ব কবি জয়দুল হোসেন। কবিতায় তিনি যেমন মুক্তিযুদ্ধের চেতনা ও গণজাগরণের কথা তুলে ধরেন, তেমনি জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার মধ্য দিয়ে অতি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছেন। সংগঠনের মাধ্যমে সংস্কৃতি বিকাশে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির।
বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির উপদেষ্টা অ্যাড. আবু তাহের, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতারসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!