X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ১৬:৫১আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৬:৫৬

 

মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মধ্যস্বত্বভোগীর সঙ্গে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘কৃষকের ধান কেনার ক্ষেত্রে কোনও দুর্নীতি সহ্য করা হবে না। কৃষক যেন ধানের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে হবে।’

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে তিনি এসব কথা বলেন। সেখানে আমন ধান সংগ্রহের বিষয়ে খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের (কর্মকর্তা-কর্মচারী) পর্যাপ্ত বেতন বৃদ্ধি করেছেন। সুতরাং অর্থের জন্য অন্য কোনও জায়গায় হাত পাততে হবে না। তাই আপনারা দুর্নীতিমুক্ত হয়ে দেশের মানুষের জন্য কাজ করবেন।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘এরইমধ্যে কৃষকের কাছ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান কেনার বিষয়টি নির্ধারিত সময়ের আগেই শেষ করা হবে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকতাদের কৃষকের বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করার কথা ছিল। কিন্তু, সেটি না করে ১০ টাকার ব্যাংক হিসাব অনুযায়ী তালিকা করা হয়েছে। ফলে যেসব কৃষক ধান উৎপাদন করেনি তাদের সেই কার্ডটি মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করে দিচ্ছে। এতে এসব মধ্যস্বত্বভোগী লাভবান হচ্ছে। বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক।’

জেলা প্রশাসক এজেডএম নুরুল হকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি ও পুলিশ সুপার রকিব উদ্দীনসহ খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পরে মন্ত্রী জেলা খাদ্য গুদাম পরিদর্শন ও পৌর এলাকার হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকালে তিনি জেলার গোমস্তাপুর উপজেলায় একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান উপভোগ করেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন