X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সংসদের স্টিকার লাগানো গাড়ি থেকে ফেনসিডিলসহ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নরসিংদী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ১৯:৫৪আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২০:২০

সংসদ সদস্য পরিচয় দিয়ে মাদক পাচারকালে র‌্যাবের হাতে গ্রেফতার ২

নরসিংদীর মাধবদীতে জাতীয় সংসদের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১১।  এসময় ওয়াসিম মিয়া (৩২) ও রহুল আমিন (৩২) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার শেখেরচর মাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গাড়িসহ এসব উদ্ধার ও গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ শনিবার মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

র‌্যাব-১১ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওয়াসিম নিজেকে একটি নির্দিষ্ট এলাকার সংসদ সদস্য পরিচয় দেয় ও রুহুল আমিন নিজেকে সংসদ সদস্যের চালক হিসেবে পরিচয় দেয় বলে জানিয়েছেন র‌্যাব- ১১ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় সংসদের স্টিকার লাগানো প্রাইভেট কারটি জব্দ করেছে র‌্যাব-১১।

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর চেকপোস্টে বাংলাদেশ জাতীয় সংসদ এর লোগো সম্বলিত প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করা হয়। এর ভেতর থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ পিস ইয়াবা উদ্ধার এবং গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী মো. ওয়াসিম মিয়া গাড়ি তল্লাশিকালে নিজেকে একটি নির্দিষ্ট এলাকার সংসদ সদস্য পরিচয় দিয়ে হম্বিতম্বি করতে থাকে। তার সঙ্গে থাকা রুহুল আমিন নিজেকে সংসদ সদস্যের চালক হিসেবে পরিচয় দেয় এবং গাড়ি তল্লাশিতে বাধার সৃষ্টি করে। তল্লাশির পর মাদক ব্যবসার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

প্রাইভেট কার থেকে উদ্ধার করা ফেনসিডিল

র‌্যাব জানিয়েছে, আসামি মো. ওয়াসিম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন টেকানগর এলাকায় ও রুহুল আমিনের বাড়ি ঠাকুরগাঁ জেলার সদর থানাধীন জাহানপাড়া এলাকায়। গ্রেফতার আসামিরা প্রাইভেটকারে জাতীয় সংসদের লোগো ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি