X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

টিকিটবিহীন যাত্রী উঠতে বাধা দেওয়ায় বনলতায় ভাঙচুর

লালমনিরহাট ও সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ০০:৫৩আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০১:০৪

বনলতা-এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে টিকিটবিহীন যাত্রী উঠতে বাধা দেওয়ায় তাতে ভাঙচুর চালানো হয়েছে। এতে ট্রেনের ২১টি জানালা ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুরে জড়িত থাকার দায়ে পুলিশ পাঁচ জনকে আটক করেছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের স্টেশনে দাঁড়িয়ে ছিল। একই সময় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেতুতে ওঠার আগে চেকিংয়ের জন্য অপেক্ষমাণ ছিল। এসময় লোকাল ট্রেনের এক যাত্রী আজহার আলী (৭০) বনলতা এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’ বগিতে উঠে পড়ার চেষ্টা করেন। তবে বগির অ্যাটেন্টডেন্ট তাকে ট্রেনে উঠতে বাধা দেন ও ধাক্কা দেন। এসময় তিনি পড়ে গিয়ে আহত হন। এ ঘটনায় লোকাল ট্রেনের বিক্ষুব্ধ যাত্রীরা বনলতা ট্রেনের ‘ঘ’ বগিতে ঢিল ছুড়ে ও ভাঙচুর চালায়। এসময় ট্রেনের যাত্রীরা কেউ আহত না হলেও তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পশ্চিম অঞ্চল রেল কর্তৃপক্ষ সেতু থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ জনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন কাওসার আলী (২০), মো. রুবেল হোসেন (২১) হোসেন আলী (১৮), আল আমিন হোসেন (১৬), সবাই সিরাজগঞ্জের বাসিন্দা ও ৫) মহরম আলী (৩২) পাবনার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন। তিনি জানান আটক ব্যক্তিদের সন্ধ্যার পর সিরাজগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহত যাত্রী আজহার আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ।

থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, বনলতা ট্রেনের ‘ঘ’ বগির অ্যাটেন্টডেন্ট এ ঘটনায় জড়িত থাকলেও তার নাম জানা যায়নি। তবে রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরাও অ্যাটেন্টডেন্টকে দায়ী করেছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫