X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিখ্যাত মানুষের মিলনমেলা যে বাড়িতে!

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
১৩ জানুয়ারি ২০২০, ১৫:৫৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৬:৩৫

ভাস্কর্য তৈরিতে ব্যস্ত কারুশিল্পী বিবেকানন্দ মণ্ডল

গোপালগঞ্জের কারুশিল্পী বিবেকানন্দ মণ্ডলের বাড়িটি যেন রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক, মনীষী ও দেব-দেবীর মিলন মেলায় পরিণত হয়েছে। তারা সবাই জীবিত না হলেও কাঠ খোদাই করে তৈরি তাদের মূর্তিগুলো জীবন্ত করার চেষ্টায় ব্যস্ত শিল্পী বিবেকানন্দ।

তার শিল্পকর্মে উঠে এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেতাজী সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, মাদার তেরেসা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গৌতম বুদ্ধ, রামকৃষ্ণ পরমহংসদেব, লোকনাথ ব্রহ্মচারী, সরস্বতী, মনসা দেবী, গণেশ পাগল। এছাড়া রয়েছে অসংখ্য বাদ্যযন্ত্র। তার তৈরি ভাস্কর্য বিভিন্ন মন্দিরে পূজা অর্চনার জন্যও স্থান পেয়েছে।

বিবেকানন্দ বলেন, ‘আমি দীর্ঘ ৩০ বছর ধরে এ কাজ করেছি। লেখাপড়া শিখে খ্যাতি অর্জনের স্বপ্ন ছিল। দরিদ্রতার কারণে ওই স্বপ্ন পূরণ করতে পারিনি।’

তিনি আরও জানান, ১৯৭৫ সালে মাত্র ১০ বছর বয়সে লেখাপড়া ছেড়ে কাজে যোগ দিতে হয়েছে। তার বাবা বুদ্ধিমন্ত মণ্ডল কৃষক ছিলেন। বাবা একা সবার খরচ চালাতে না পারায় তিনি চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই সংসারের হাল ধরতে কাঠমিস্ত্রির যোগালি (সাহায্যকারী) হিসেবে কাজ শুরু করেন। পরে আসবাবপত্র তৈরির কাজ শিখেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য বিবেকানন্দ মণ্ডলের তৈরি বিভিন্ন শিল্পকর্ম

এলাকায় তিনি এখন আসবাবপত্র তৈরির একজন ভালো মিস্ত্রি হিসেবে পরিচিত। কিন্তু তার বড় হওয়ার স্বপ্ন পূরণ হয়নি বলে তিনি জানান। তাই আসবাবপত্র তৈরির ফাঁকে ফাঁকে কাঠ খোদাই করে ভাস্কর্য তৈরি করে চলেছেন। আর্থিক অসংগতি আর অভাবের কারণে তিনি এসব শিল্পকর্ম প্রতিষ্ঠা করতে পারেননি।

ছেলেমেয়েদের  লেখাপড়া আর সংসারের খরচ জোগাতেই প্রতিনিয়ত হিশশিম খেতে হচ্ছে এই শিল্পীকে। এলাকায় কাজ কম থাকায় প্রায়ই তাকে দেশের বিভিন্ন জেলায় কাজ করতে যেতে হয়। এতো প্রতিবন্ধকতার মধ্যেও তিনি রাতে বিভিন্ন ভাস্কর্য তৈরি করে থাকেন। তার একটি মাত্র লক্ষ্য, খ্যাতি অর্জন করা।

বিবেকানন্দ বলেন, ‘এরইমধ্যে আমার তৈরি কাঠের মূর্তি স্থান পেয়েছে বাংলাদেশ জাদুঘর ও গণভবনসহ দেশের বিভিন্ন স্থানে। এছাড়া দেশের গণ্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন মন্দিরেও স্থান করে নিয়েছে আমার কাঠে খোদাই করা বিভিন্ন দেব-দেবীর মূর্তি। গোপালগঞ্জ সদর উপজেলার ফেলারাম পাগলের মন্দিরের জন্য দেড়শ মূর্তি তৈরি করেছি। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিঁপড়ার ডাঙ্গা গ্রামে একটি সেবা আশ্রমের জন্য ২০টি দেব-দেবীর মূর্তি সংবলিত রথ তৈরির কাজ করেছি।’ তার তৈরি শিল্পকর্ম দেখে অনেকেই কারুশিল্পী হওয়ার আগ্রহ দেখাচ্ছেন বলেও তিনি জানান। 

বিবেকানন্দ মণ্ডলের তৈরি বিভিন্ন  ভাস্কর্য

সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা সবাই তাকে কাঠমিস্ত্রি হিসেবে জানলেও তার আলাদা কিছু গুণ আছে। তিনি ছোটবেলা থেকে কাঠের ভাস্কর্য তৈরি করছেন। তবে তিনি আর্থিকভাবে অসচ্ছল। সরকার বা কোনও বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পী দেশের জন্য অনেক বড় সম্পদে পরিণত হতে পারতো।’

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি