X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এরশাদের ফর্মুলা অনুসরণ করছে বর্তমান সরকার: রাঙ্গা

রংপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ২০:২৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২২:৫৩

গঙ্গাচড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মশিউর রহমান রাঙ্গা জাতীয় পাটির প্রতিষ্ঠাতা প্রায়াত হুসেইন মুহম্মদ এরশাদ ৩৫ বছর আগে গ্রামকে শহর বানানোর পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মশিয়ার রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘বর্তমান সরকার এরশাদ সাহেবের সেই ফর্মুলা অনুসরণ করছে। গ্রাম হবে শহর, এটা ভালো উদ্যোগ। এর মধ্য দিয়ে উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। উন্নয়নের মহাসড়কে থেকে রংপুরের গঙ্গাচড়াও বদলে যাবে।’

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে রাঙ্গার নির্বাচনি এলাকা গঙ্গাচড়ায় একটি মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি সংসদে বিরোধী দল, তার মানে দলটি উন্নয়ন বিরোধী, তা নয়। বিরোধী দলে থেকেও আমরা সংসদের সব কর্মকাণ্ডে অংশ নিই। দেশ ও জনগণের উন্নয়নের পক্ষে কথা বলি। দেশের ইতিহাসে সংসদে বিরোধী দল হিসেবে আমাদের চেয়ে বেশি উন্নয়ন কোনও দল চায়নি।’

রাঙ্গা বলেন, ‘দেশ ও জনগণের উন্নয়নই আমাদের একমাত্র চাওয়া-পাওয়া। দেশের সব স্থানের মতো সরকার গঙ্গাচড়া উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান এরশাদ সাহেবের ৯ বছরের শাসনামলের উন্নয়ন দেশের মানুষ এখনও ভুলতে পারেনি। তিনি একসঙ্গে শহর ও গ্রামের উন্নয়ন করেছেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, রংপুর জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজসহ অনেকে।

মায়ের কবর জিয়ারত করলেন জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি রংপুরে বাবা মকবুল হোসেন ও মা মজিদা খাতুনের কবর জিয়ারত করেছেন। সোমবার বিকালে (১৩ জানুয়ারি) তিনি নগরীর মুন্সিপাড়ায় কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরে তিনি রংপুর পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অসুস্থ একেএম আব্দুর রউফ মানিককে দেখতে তার বাসায় যান।

পরে তিনি রংপুর পর্যটন মোটেলে রংপুর জেলা, মহানগর ও সদর উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা কমিটির সহ-সভাপতি আজমল হোসেন লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!