X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুপচাঁচিয়ায় বিএনপি প্রার্থী জাহাঙ্গীর মেয়র নির্বাচিত

বগুড়া প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ২২:৪৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২৩:০০

প্রার্থী জাহাঙ্গীর আলম বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৫৬ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন (জগ) পেয়েছেন ৫ হাজার ৬৪২ ভোট। আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক রানা (নৌকা) ১ হাজার ২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ ফলাফল ঘোষণা করেন।

মেয়র পদে অপর স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী (মোবাইল ফোন) পেয়েছেন ৩৩৪ ভোট।

রিটার্নিং অফিসার জানান, এখানে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। মোট ১৬ হাজার ৭৬৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ৬৬১ জন। ভোট দেওয়ার হার ৮১.৬৭ শতাংশ।

সকালে দুপচাঁচিয়া পৌর এলাকার ডিএস মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা গৃহবধূ আঞ্জুমান আরা বেগম, মৌসুমি আকতার, শাপলা বেগম, মাসুমা আকতার, গৌরি রানী, আরতী রানী এবং ইউনিয়ন ভূমি অফিস কেন্দ্রে নাহিদ জোয়ারদার, আদরী খাতুন ও অন্যান্য কয়েকটি কেন্দ্রের ভোটাররা জানান, এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দিলেন তারা। মেশিনে ভোট দেওয়া যতটা কঠিন ভেবেছিলেন তারা, ততটা কঠিন নয়। ভোটকেন্দ্রের পরিবেশও খুব ভালো ছিল। কোনও বিশৃঙ্খলা নেই। তারা ইচ্ছেমতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর জয়লাভ ও আওয়ামী লীগ প্রার্থীর তৃতীয় হওয়া প্রসঙ্গে ভোটাররা জানিয়েছেন, বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম আগেও দু’বার মেয়র ছিলেন। তার পক্ষে জেলার দায়িত্বশীল নেতারা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। তাকে শুধু বিএনপি নয়, জোটসঙ্গী জামায়াত ও সাধারণ ভোটাররাও ভোট দিয়েছেন। সে তুলনায় আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক রানার প্রচারণা খুব সীমিত ছিল।  স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন ও তার লোকজন সাধ্যমতো প্রচারণা চালিয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুজন প্রার্থী থাকায় ভোটাররা বিপাকে পড়েন। তাদের ভোট শুধু আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক রানার পক্ষে নয় ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগে যোগদানকারী বেলাল হোসেনকেও ভোট দিতে হয়েছে।  আওয়ামী লীগ ও তাদের ঘরনার ভোট ভাগাভাগি হয়ে যাওয়ায় বিএনপি প্রার্থী বিজয়ী হন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’