X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক ৬

ঝালকাঠি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ১৮:৩৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:৩৩

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক ৬

ঝালকাঠিতে যুবলীগ নেতাকে মারধর ও চাঁদা দাবির মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনসহ যুব ও ছাত্রলীগের মোট ছয় জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন (৩৬), সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম অপু (২৯), যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৪০), সুমন (৩৪), মামুন খান (৩৫) ও কামাল (৩৪)। মঙ্গলবার গভীর রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে, ঝালকাঠি পৌর এলাকার ১নং চাঁদকাঠি ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কালাম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, পাঁচ লাখ টাকা ধার নিয়েও অনেক দিনে শোধ করেননি সৈয়দ মিলন। পরে তিনি ৫০ হাজার টাকা করে কিস্তিতে সেই টাকা শোধ করতে চান। কিন্তু বাদী এই শর্তে রাজি না হলে তার কাছে চাঁদা দাবি করেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিলন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা সালিশ করে মীমাংসার কথা বলেন। এরপর ৫ জানুয়ারি এলজিইডির সামনে সৈয়দ মিলনের নেতৃত্বে ৭-৮ জন হামলা ও মারধর করে বাদীকে আহত করে। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ও টাকাসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়। 

বুধবার (১৫ জানুয়ারি) এ ব্যাপারে সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, মামলার আসামি হিসেবে ডাক্তার পট্টির বাসা থেকে সৈয়দ মিলনকে আটক করা হয়। এসময় তার শয়ন কক্ষ থেকে ১২টি ধারালো দেশীয় রামদা ও চারটি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে। এছাড়াও সেখান থেকে সাইফুল, মামুন, সুমন ও কামালকে আটক করা হয়। সৈয়দ মিলনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা ও অপকর্মের অভিযোগ রয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে