X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আহমদিয়াদের মসজিদে হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২০, ১৫:১১আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৬:১৬

 

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ে আহমদিয়া সম্প্রদায়ের ধর্মীয় সভা চলাকালে তাদের মসজিদে হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা চলাকালে হামলাকারীদের ঢিলের আঘাতে এক মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে। হামলার পরপরই ঘটনার জন্য আহমদিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে কওমি মাদ্রাসার ছাত্রদের দায়ী করা হয়েছে। তবে কওমি মাদ্রাসার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে এই ঘটনার জন্য আহমদিয়া সম্প্রদায়কেই দায়ী করা হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড় তিতাস নদীর তীরে কওমি মাদ্রাসার পার্শ্ববর্তী আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদ্রাসার শিক্ষার্থী ও আহমদিয়া সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরই আহমদিয়া মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়।

আহমদিয়া মুসলিম জামাতের জেলা শাখার সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঘটনার জন্য মাদ্রাসার ছাত্রদের দায়ী করে বলেন, ‘আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে পূর্বনির্ধারিত ধর্মীয় সভা চলছিল। এসময় বিনা উসকানিতে হঠাৎ করে আমাদের মসজিদে হামলা হয়। তখন মসজিদে শতাধিক সদস্য অবস্থান করছিলেন, তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েন।’

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া সহকারী শিক্ষা সচিব মুফতি আবদুর রহিম কাসেমি বলেন, ‘আহমদিয়ারা বিভিন্ন জায়গা থেকে দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়। তারা ষড়যন্ত্র করছিল। পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা প্রশাসনের অনুমতি ছাড়া দুই দিনের সম্মেলন ডেকেছে। তারা মুসলিমবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিল। স্থানীয়রা প্রতিবাদ করেছিল। কিন্তু তাদের (আহমদিয়া) পক্ষ থেকে ঢিল ছুড়ে প্রতিবাদ জানানো হয়। এতে আমাদের কওমি মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ শফিউল্লা আহত হয়। পরে পরিস্থিতি অশান্ত হয়ে পড়ে।’ তিনি আহমদিয়াদের সরকারিভাবে নিষিদ্ধ করার দাবি জানান এবং হামলার জন্য ক্ষতিপূরণ দাবি করেন।

এদিকে হামলার খবর পেয়ে ওই দিন রাতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে শতাধিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশের সাঁজোয়াযানসহ (রায়ট কার) বিভিন্ন ইউনিটকে প্রস্তুত রাখা হয়। এখনও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, মঙ্গলবারের ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি।

ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামসুজ্জামান জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশসহ তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। যে কোনও ধরনের অপতৎপরতা বন্ধসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে প্রশাসন সজাগ রয়েছে। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া