X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্থানীয়দের সুবিধা বিবেচনা করেই রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতার: সেনাপ্রধান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ২০:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২৩:০৫

স্থানীয়দের সুবিধা বিবেচনা করেই রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতার: সেনাপ্রধান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ‘স্থানীয়দের স্বার্থ আগে। রোহিঙ্গাদের কারণে তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত আর্মি কো-অর্ডিনেশনে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সেনাপ্রধান।
সভায় বাংলাদেশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া থানার ওসি আবুল মনসুরসহ সেনা, বিজিবি, র‌্যাব ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন বেলা ১২টার দিকে উখিয়ার কুতুপালং ও লম্বাশিয়া রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন জেনারেল আজিজ আহমেদ।
বাংলাদেশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সেনাপ্রধান একটি সভা করেন। সেখানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় স্থানীয় জনগণের সমস্যা সবার আগে দেখতে বলা হয়েছে। তাদের স্বার্থ আগে, তারপর অন্য কিছু।’
প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশের কক্সবাজার জেলায় ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। এদের বেশিরভাগই ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে নিজ দেশ থেকে পালিয়ে এসেছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ