X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাবনায় নানা আয়োজনে সুচিত্রা সেনের প্রয়াণ দিবস পালিত

পাবনা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৪:৫৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৫:১৫

ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে সুচিত্রা সেনকে পাবনায় নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা চলচ্চিত্রের মহানায়িকা খ্যাত সুচিত্রা সেনের ষষ্ঠ মহাপ্রয়াণ দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় পাবনা প্রেস ক্লাবে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে ভারতী সহকারী হাই-কমিশনার সঞ্জিব কুমার ভাটি। তিনি বলেন, ‘সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সব সময় অনন্য ভূমিকা বজায় রেখে চলেছে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। সম্প্রীতির বন্ধনেও দু’দেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে;যা উভয় দেশের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।’
সুচিত্রা সেনের স্মরণে পদযাত্রা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, বিবিসি ও ভয়েস অব আমেরিকার উপস্থাপক শামীম চৌধুরী, কলকাতার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক দেবারতী ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, সুচিত্রা সেন ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ একজন অভিনেত্রী। অভিনয়ের সময় তার প্রতিটি অঙ্গভঙ্গিই যেন কথা বলতো। তিনি অভিনয় দিয়েই দর্শক হৃদয়ে দাগ কেটে আছেন।’
সুচিত্রা সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এ সময় সুচিত্রার পৈত্রিক বাড়িতে তার স্মৃতি রক্ষায় নির্মিতব্য সংগ্রহশালার কাজের ধীরগতিতে হতাশা ব্যক্ত করেন বক্তারা।তারা দ্রুত ওই সংগ্রহশালা নির্মাণের দাবি জানান।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
স্মরণসভায় সংগীত পরিবেশন করা হচ্ছে এদিকে, জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় তার পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসকসহ সাংস্কৃতিক কর্মীরা। সেখান থেকে সুচিত্রা সেন স্মরণ পদযাত্রা বের হয়ে পাবনা টাউন গার্লস স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্মরণসভায় সুচিত্রা সেনের জীবনীর ওপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক মনোয়ার হোসেন জাহেদী, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।
স্মরণসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া