X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মেয়ে নবজাতককে হত্যা করলো বাবা

বরগুনা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ২০:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:৪৪

মেয়ে নবজাতককে হত্যা করলো বাবা বরগুনার আমতলীতে পর পর তিন মেয়ে সন্তান জন্ম হওয়ায় ৪০ দিনের নবজাতককে হত্যা করেছে বাবা। শিশু জিদনিকে পানিতে ফেলে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বাবা জাহাঙ্গীর সিকদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১৭ জানুয়ারি) অজ্ঞাতনামা আসামিদের নামে মা সীমা বেগম আমতলী থানায় হত্যা মামলা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘৪০ দিন বয়সী শিশুকে হত্যার দায়ে বাবা জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে বাবা। তাকে আদালতে সোপর্দ করা হবে।’

স্থানীয় ও আমতলী থানার পুলিশ সূত্র জানায়, জাহাঙ্গীর ও সীমা দম্পতির সোহাগী (৯) ও জান্নাতী (৩) নামে দুটি মেয়ে রয়েছে। গত ৮ ডিসেম্বর আরেকটি মেয়ের জন্ম হয়। বাবা জাহাঙ্গীর বিষয়টি মেনে নিতে পারেননি। সে পুত্র সন্তানের আশা করেছিলেন। কিন্তু মেয়ে শিশু জন্মের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাহাঙ্গীর মেয়ে জিদনিকে নিয়ে ঘরে শুয়েছিলেন। এ সময় তার স্ত্রী সীমা ও শাশুড়ি পারুল বেগম ঘরের বাইরে গৃহস্থালি কাজ করছিলেন। শিশুটির মা ও নানি কাজ শেষে রাত ১১টার দিকে ঘরে ফিরে জিদনি ও জাহাঙ্গীরকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। পরে ঘরের পিছনের ডোবা থেকে কাঁথায় মোড়ানো বিছানাপত্রসহ জিদনির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে।

স্থানীয় ইউপি সদস্য ময়না বেগম জানান, কন্যাসন্তান হওয়ার পর স্ত্রী সীমার সঙ্গে রাগ করে কোনও কথা বলতেন না জাহাঙ্গীর। শিশু জিদনিকে নতুন কোনও পোশাকও কিনে দেয়নি সে।

এ ঘটনার পর বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর) মহরম আলী, আমতলী, তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম ও আমতলী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়