X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দোকান থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, ১৭:৩৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৭:৩৫

 

চাঁদপুর চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা এলাকায় দোকান থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মারুফ হোসেন রিয়াদ (১৬)। রবিবার (১৯ জানুয়ারি) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মকিমাবাদ গাইন বাড়ির ফরিদ হোসেনের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

কাউন্সিলর জাহেদুল আজহার আলম বেপারী বলেন, ‘সকালে দোকানের মালিক ফরিদ দোকানের কর্মচারী ফারুককে ঘুম থেকে জাগাতে এসে দেখেন দোকান বন্ধ। পরে সার্টার ভেঙ্গে দেখেন রিয়াদের লাশ। বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।’

রিয়াদের মা রোজিনা বেগম বলেন, ‘ফারুকের সঙ্গে একটি মোবাইল নম্বর নিয়ে হট্টগোলের কথা জানতে পেরেছি। এছাড়া রিয়াদের চাচা শাকিল (১৮) দুই মাস আগে একটি ব্রেসলেট নিয়ে বিরোধে ছুরি দিয়ে আঘাত করে। তখন হাসপাতালে নিয়ে সেলাই দেওয়া হয়। থানায়ও একটি অভিযোগ দিয়েছি।’

রিয়াদের বাবা ফারুক মিয়া বলেন, ‘সপ্তাহ খানেক আগে আমার নতুন বাড়িতে আগুন লাগিয়ে দেয় কে বা কারা। আমার সঙ্গে কিসের শত্রুতা। আমার ছেলেকেও খুন করলো। সকাল থেকে শাকিল ও ফারুক পলাতক রয়েছে।’

দোকানের মালিকের স্ত্রী শাহিদা বেগম বলেন, ‘ফারুকের সঙ্গে রিয়াদের বন্ধুত্ব ছিল। ইদানিং একটু খারাপ সম্পর্ক দেখেছি। দোকানটি ফারুক পরিচালনা করতো। প্রতিদিন বিকালেই দোকানটি বন্ধ করা হয়।’

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, ‘দোকান মালিক ফরিদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ছেলেটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার শরীর ও গলায় চিকন ধারালো কিছু দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে।’

রিয়াদ গাইন বাড়ির ফারুক মিয়ার বড় ছেলে। সে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে দোকানে থাকা কর্মচারী ফারুক হোসেন (২৮) উধাও। ফারুক পাশ্ববর্তী কচুয়া উপজেলার বাসিন্দা।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ও হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা