X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিকাশকর্মীকে ছুরিকাঘাত, সাত লাখ টাকা ছিনতাই

কিশোরগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ০২:২৩আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০২:২৭

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রকাশ্য দিবালোকে মাহিন শাহ (৩৫) নামে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে প্রায় সাত লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাইফকির বাজার ও পিটুয়া বাজারের মাঝামাঝি নির্জন স্থানে এই ঘটনা ঘটে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ছিনতাইকারীদের আঘাতে মাহিন আহত হলেও তার অবস্থা তেমন গুরুতর নয়। তিনি করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। মাহিন করিমগঞ্জ উপজেলা সদরের সিদলপাড়া গ্রামের নজরুল শাহ এর ছেলে। তিনি বিকাশের মার্কেটিং সহকারী পদে রয়েছেন। কাদিরজঙ্গল ইউনিয়নের  দেওয়ানগঞ্জ, পিটুয়া, মলাইফকির বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ছিল তার কর্ম এলাকা।

করিমগঞ্জ, তাড়াইল, ইটনা ও মিঠামইনের বিকাশের ডিস্ট্রিবিউটর মো. আমির হামজা জানান, তাদের মার্কেটিং সহকারী  মাহিন মোটরসাইকেল পোগে মালাইফকির বাজার থেকে পিটুয়া বাজার যাচ্ছিলেন। দুই বাজারের মাঝামাঝি জায়গায় যাওয়ার পর তিনটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা পেছন থেকে মাহিমকে ছুরিকাঘাত করে। এসময় তিনি রাস্তায় পড়ে যান। তখন তার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগে ছয় লাখ ৬৪ হাজার টাকা ছিল। স্থানীয় লোকজন বিকাশকর্মী মাহিমকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি আরও বলেন, ‘ছুরিকাঘাতেতার পিঠ কেটে গেলেও আঘাতটি গুরুতর নয়। ভাগ্যক্রমে বেঁচে গেছেন মাহিম।’

জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে দুর্বৃত্তদের ধরতে ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া