X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রেজিস্ট্রেশন ছাড়া হলে থাকতে পারবে না শিক্ষার্থীরা: শাবি উপাচার্য

শাবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ১৬:৫৩আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৬:৫৯




আবাসিক হলের ডাইনিং পরিদর্শন করছেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, হলগুলোর উন্নয়নে ভালো আইডিয়া আসলে তা বাস্তবায়নে সহায়তা করা হবে। তবে সুশৃঙ্খল অবস্থা ও উন্নয়নের ধারবাহিকতা রক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করে আবাসিক হলে থাকতে হবে। রেজিস্ট্রেশন করা ছাড়া কোনও শিক্ষার্থী আবাসিক হলে থাকতে পারবে না।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল ডাইনিং সংস্কারের পর উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করবে তারাই আবাসিক হলে থাকতে পারবে। অন্যথায় হলে কেউ থাকতে পারবে না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল অবস্থা বজায় থাকুক।’

এসময় আাবসিক ছাত্রদের সবাইকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান উপাচার্য

উপাচার্য আরও বলেন, ‘আগামী ৩-৪ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ৮০ শতাংশ শিক্ষার্থীর আবাসন সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্প বাস্তবায়ন হলে অবকাঠামোগত সার্বিক সমস্যার সমাধান হবে। আমরা চাই শুধু বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে নয় বরং সব দিক দিয়ে শাবি হবে দেশ সেরা বিশ্ববিদ্যালয়।’

আবাসিক হলের ডাইনিং পরিদর্শনে শাবি উপাচার্য শাহপরান হলের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পরিবর্তন দেখে উপাচার্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শাহপরাণ হলের উন্ননয়নে অনেক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য হল প্রভোস্টকে ধন্যবাদ জানাই। ভালোর জন্য আইডিয়া আসলে তা বাস্তবায়ন করা হবে।

অন্য আবাসিক হলগুলোতে পরিবর্তন ও উন্নয়নের উদ্যোগ নিলে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন উপাচার্য।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খানসহ বিভিন্ন দফতরের প্রধান, সহকারী প্রক্টর, শাহপরান হলের সহকারী প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীরা।

/টিটি/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া