X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এক মাস চলে গেলেও হাওরে শুরু হয়নি বাঁধের কাজ

হিমাদ্র্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
২১ জানুয়ারি ২০২০, ১৪:৫৪আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৬:৩৬

সুনামগঞ্জের বেশিরভাগ হাওরে বোরো আবাদ শুরু হয়ে গেছে সুনামগঞ্জ জেলার শস্য ভান্ডার হিসেবে পরিচিত তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার ১০টি হাওরে এখনও শুরু হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির নীতিমালা অনুযায়ী গত ১৫ ডিসেম্বর থেকে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরুর কথা ছিল। কিন্তু এক মাসের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও এখনও কাজ শুরু করেনি প্রকল্প বাস্তবায়ন কমিটি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, দুই উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য ১৩৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হলেও কাজ শুরু করতে পেরেছে মাত্র ৫৭টি কমিটি। তবে প্রকল্প বাস্তবায়ন কমিটি ও কর্মকর্তারা বলছেন, হাওর থেকে পানি না নামায় তারা কাজ শুরু করতে পারছেন না।

তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার শনির হাওর, হালির হাওর, মাটিয়ান হাওর, মিনি পাকনার হাওর, জোয়াল ভাঙ্গার হাওরসহ ১০টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে জামালগঞ্জ উপজেলায় কাজ করার কথা ৬৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটির। এর মধ্যে কাজ শুরু করেছে মাত্র ২৮টি কমিটি। আর তাহিরপুর উপজেলার ৭০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মধ্যে কাজ শুরু করেছে মাত্র ১৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি বছর দুই লাখ ২০ হাজার হেক্টর জমিতে বোরো ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এখন পর্যন্ত এক লাখ ৯২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি সুনামগঞ্জে

হাওর পাড়ের স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাওরের পানি এখন অনেকটা নেমে গেছে। জমিতে ধানের চারা রোপণের কাজও শেষ পর্যায়ে রয়েছে। তবে এখনও ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু না করায় একমাত্র বোরো ফসল নিয়ে উদ্বিগ্ন তারা।

তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের কৃষক মোবাশ্বির মিয়া বলেন, ‘জমিতে ধানের চারা রোপণের কাজ শেষ পর্যায়ে। কিন্তু এখনও বাঁধের কাজ শুরু হয়নি। ফাল্গুন মাস থেকে বৃষ্টি শুরু হলে বাঁধ নির্মাণের কাজ ব্যাহত হবে। দ্রুত বাঁধের কাজ শুরু না করলে বোরো ফসল হুমকির মুখে পড়বে।’

খলাহাটি গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ‘তাহিরপুর উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, মহালিয়ার হাওরসহ বেশ কয়েকটি হাওরের ফসল রক্ষা বাঁধে এক ছটাক মাটিও পাড়েনি।’

বড়দল গ্রামের আলকু মিয়া বলেন, ‘এখন অনেক বাঁধ মাটি কাটার উপযোগী। কিন্তু লোকজন পিআইসি কমিটি নিয়ে বসে আছে, বাঁধের কাজ শুরু করেনি। এটি হাওর এলাকার মানুষের জন্য খুব খারাপ খবর।’ ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি সুনামগঞ্জে

সাবেক ইউপি সদস্য সামায়ুন কবীর বলেন, ‘মাটিয়ান হাওরের পাঁচনালিয়া, মেশিনবাড়ি, আলমখালী, চতুর্ভুজের বাঁধ, টাকা টুকিয়া নদীর বাঁধসহ অধিক ঝুঁকিপূর্ণ বাঁধের কাজ এখনও শুরু হয়নি। এজন্য প্রকল্প বাস্তবায়ন কমিটিগুলো দায়ী।’

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, ‘এবার হাওরের পানি দেরিতে নেমেছে। তাই কাজও দেরিতে শুরু হয়েছে। ইগরামপুর, দক্ষিণ শ্রীপুর, সাহগঞ্জ, নয়ানগর, সাহেবনগর, মারালাসহ বেশ কিছু গ্রামের কৃষকরা এখনও জমিতে ধান রোপণ করতে পারেনি। অন্যদিকে শনির হাওরের ঝুঁকিপূর্ণ লালুগোয়ালা, নান্টুখালী, ঝালোখালীসহ বেশি কিছু ঝুঁকিপূর্ণ এলাকায় হাওরের পানি না নামায় এখনও বাঁধের কাজ শুরু করা যায়নি।’

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘ঢাকায় বসে ফসল রক্ষা বাঁধ নির্মাণের টাইমলাইন নির্ধারণ করা,  আর মাঠে এসে কৃষকের সঙ্গে কথা বলে টাইমলাইন নির্ধারণ করা এক জিনিস নয়। এবার হাওরের পানি দেরিতে নেমেছে। তাই বাঁধের কাজ এখনো শুরু করা যায়নি। তবে পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধের কাজ শুরু করা হবে।’

তাহিরপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাকিব হাসান বলেন, ‘হাওরের পানি দেরিতে নামায় এখনও বাঁধের কাজ শুরু করা যায়নি। পানি নেমে যাওয়ার পর কাজ শুরু করা হবে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি