X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বন্ধ পেঁয়াজ আমদানি, অলস বসে আছেন ব্যবসায়ীরা

হালিম আল রাজি, হিলি
২২ জানুয়ারি ২০২০, ১০:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১০:২৩

আমদািন বন্ধ থাকায় পেঁয়াজের মোকামও বন্ধ প্রায় চার মাস পেঁয়াজ রফতানি বন্ধ রেখেছে ভারত। দেশের অন্যান্য বন্দরের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ব্যবসা বন্ধ থাকায় আমদানিকারকরা অলস সময় পার করছেন। আর অপেক্ষায় আছেন কবে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ কার্যালয় সূত্রে জানা গেছে, হিলি স্থলবন্দরে ১৫ জন পেঁয়াজ আমদানিকারক রয়েছেন। গত বছর ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। এর আগে আমদানিকারকরা দৈনিক গড়ে ৫০০ থেকে হাজার টনের মতো পেঁয়াজ আনতেন। বর্তমানে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় তারা বসে আছেন। 

পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম ও বাবলুর রহমান বলেন, ‘আমরা বাড়ি, জায়গা-জমি ব্যাংকে বন্দক রেখে পেঁয়াজের জন্য এলসি খুলেছিলাম। ভারত হঠাৎ করে রফতানি বন্ধ করে দেওয়ায় আমাদের এত ক্ষতি হয়েছে যে পথে বসার উপক্রম হয়ে গেছে।’

আমদািন বন্ধ থাকায় পেঁয়াজের মোকামও বন্ধ আমদানিকারক মাহফুজার রহমান বলেন, ‘ভারত প্রায় ৪ মাস পেঁয়াজ রফতানি বন্ধ রেখেছে। আমরা যারা পেঁয়াজ আমদানির সঙ্গে জড়িত ছিলাম তারা সবাই বেকার বসে রয়েছি। দু-একজন  পাকিস্তান থেকে কিছু পেঁয়াজ আমদানি করলেও সময় বাড়তি লাগার কারণে সেটাও বন্ধ রেখেছেন। এছাড়াও দু-একজন পাথরের ব্যবসা শুরু করেন। অভিজ্ঞতা না থাকায় প্রচুর বাকি পড়ায় সেটাও বাদ দিয়েছেন। সবাই অপেক্ষায় রয়েছেন কবে ভারত পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।’

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, গত বছর ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রফতানি মূল্য তিনগুণের মতো বাড়িয়ে ৮৫২ ডলার নির্ধারণ করে ভারত সরকার। দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়তি দামেই ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছিল। কিন্তু পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এসময় আমদানির জন্য ১০ হাজার টনের মতো এলসি দেওয়া ছিল। যার মধ্যে প্রায় দেড় হাজার টনের মতো পেঁয়াজ আটকা পড়েছিল। কয়েক দফা বৈঠক শেষে দু’দফায় মাত্র ১ হাজার ৫০ টন পেঁয়াজ আনা সম্ভব হয়। এসব পেঁয়াজ নিয়েও অনেক আমদানিকারক বেশ লোকসানের পড়েছিলেন। এরপর থেকেই আমদানিকারকরা মূলত অলস সময় পার করছেন। দীর্ঘদিন ধরে ব্যবসা না থাকায় যারা লোন নিয়ে ব্যাবসা করছিলেন তাদের সুদ যেমন বাড়ছে তেমনি মোকামগুলোতে পাওনা আটকা পড়েছে। এতে করে অনেকে আর্থিক সমস্যায় পড়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়